শিশুদের জন্য চিটাগং নিয়ে আসছে ‘চিটাগং কিংস কিডস ক্লাব’
ছবি: ক্রিকেটের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে চিটাগং কিংসের ভিন্ন ধর্মী আয়োজন, চিটাগং কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য এসবের সুযোগ নেই। আদৌতে বাংলাদেশে বছরান্তর একটা বিপিএল আয়োজন করতে পারলেই হলো। ফ্র্যাঞ্চাইজিরা কে আসেন আর কে চলে যান সেটা মনে রাখাই কঠিন হয়ে পড়ে। টুর্নামেন্টের ১০ আসরে কতগুলো ফ্র্যাঞ্চাইজি ভিন্ন ভিন্ন নামে খেলেছেন সেটার হিসেব করতে হয়তো ঘাম ছুটে যাবে। সবচেয়ে আক্ষেপ করা হয়েছে বিসিবির মতো দলগুলোর পেশাদারিত্বের ঘাটতি নিয়ে। তবে আগামী বিপিএলে ভিন্ন কিছু দেখাতে মরিয়া বিসিবি।
দেশের ক্রিকেটে বোর্ডের মতো এক দশক পর ফেরা চিটাগং কিংসও আছেন নিজেদের নতুন করে জাহির করার প্রচেষ্টায়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার পর কদিন আগে নিজস্ব সঞ্চালক হিসেবে কানাডা থেকে ইয়াশা সাগরকে নিয়েছে তারা। এবার ক্রিকেটের প্রতি শিশুদের মনোযোগ বাড়াতে ‘চিটাগং কিংস কিডস ক্লাব’ চালু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আনুষ্ঠানিক বিবৃতিতে চিটাগং জানিয়েছে, ভাবুন তো, বোলিং করতে দৌড়ে আসছেন লঙ্কান স্টার এঞ্জেলো ম্যাথুস, আর সেই মোকাবেলা করছে আপনার সন্তান! কিংবা ব্যাট হাতে দাঁড়িয়ে ইংলিশ সেনসেশন মঈন আলী, আর বোলিংয়ে দৌড়ে যাচ্ছে আপনার ছোট্ট সোনামণি! শুনতে অবাস্তব মনে হলেও শিশুদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল চিটাগং কিংস। তাদের ক্ষুদে ভক্তদের জন্য ফ্র্যাঞ্চাইজিটির নতুন সংযোজন —‘চিটাগং কিংস কিডস ক্লাব’। শিশুদের জন্য এ ধরনের সুযোগ আমাদের দেশে প্রথম।
এমন আয়োজন নিয়ে চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘আমরা চাই শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের এমন অভিজ্ঞতা দিতে। চিটাগং কিংস কিডস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদে ভক্তদের আরও কাছ থেকে ক্রিকেটকে ভালোবাসার সুযোগ করে দিতে চাই। এই উদ্যোগের মধ্য দিয়ে চিটাগং কিংস তাদের ক্ষুদে ভক্তদের কাছে ক্রিকেটকে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।’
জানা গেছে, কিডস ক্লাবের মেম্বার হলেই পাওয়া যাবে বেশ কিছু সুবিধা। সেগুলো হল - সকল প্লেয়ার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাতের সুযোগ, প্রতি ম্যাচ টিকেট এবং প্লেয়ার বাসে ট্রাভেল করার সুযোগ, থাকবে বিভিন্ন ধরণের গেম, খেলোয়াড়দের সাথে পডকাস্ট এবং ক্রিকেট কুইজ শো এমনকি ক্রিকেটারদের সাথে অনুশীলন করার মত সুবিধা। তবে এই সকল সুবিধার জন্য নিতে হবে মেম্বারশীপ। সেটার জন্য খরচ করতে হবে ২ হাজার ৫০০ টাকা।