অভিষেক হচ্ছে সাব্বিরের, কোয়েটার একাদশে নেই রিয়াদ

পিএসএল ২০১৮
অভিষেক হচ্ছে সাব্বিরের, কোয়েটার একাদশে নেই রিয়াদ
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) এবারের আসরে প্রথমবারের মতো আজ মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি এবং মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।  

ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায়। ইতিমধ্যে এই ম্যাচে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জালমির অধিনায়ক  ড্যারেন স্যামি। আজকের ম্যাচটিতে বরাবরের মতোই পেশোয়ার দলে জায়গা পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

এদিকে আজ প্রথমবারের মতো পেশোয়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। আজকের ম্যাচ দিয়েই পিএসএলে অভিষেক হচ্ছে তাঁর।

তবে আরেক বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুউল্লাহ রিয়াদ জায়গা পাননি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের একাদশে।  এর আগে গতরাতে ইসলামাবাদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদুল্লাহ। তবে ব্যাটে বলে দলের জয়ে অবদান রাখার সুযোগ পান নি তিনি। 

পেশোয়ার জালমি একাদশ- 

তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সাব্বির রহমান, খালিদ উসমান, ডোয়াইন স্মিথ, সামিন গুল, উমেইদ আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আসগর।  

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-  

আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মোহাম্মদ নেওয়াজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, জন হেস্টিংস, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি।

আরো পড়ুন: this topic