খেলছেন না রিয়াদ

পিএসএল
খেলছেন না রিয়াদ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

দুবাইতে পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে করাচি কিংসের কাপ্তান ইমাদ ওয়াসিম। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশী চ্যানেল গাজী টিভি। 

পিএসএলের দ্বিতীয় ম্যাচটিতে কোয়েটার হয়ে খেলছেন না বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অলরাউন্ডার কোটায় তার জায়গায় খেলছেন আউস্ত্রালিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

এছাড়া কোয়েটার হয়ে বাকি তিন বিদেশি হচ্ছে রাইলি রুশো, কেভিন পিটারসন ও জফরা আর্চার। পাক কাপ্তান সরফরাজ আহমেদ দলটির নেতৃত্বে আছেন। অন্যদিকে করাচীর হয়ে খেলছেন জো ডেনলি, কলিন ইনগ্রাম, রবি বোপারা ও টাইমাল মিলসের মত তারকারা।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ রাইলি রুশো, উমর আমিন, কেভিন পিটারসেন, আসাদ শফিক, শেন ওয়াটসন, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জফ্রা আর্চার, আনোয়ার আলী, হাসান খান মোহাম্মদ, রাহাত আলী।

করাচী কিংসঃ জো ডেনলি, খুররম মঞ্জুর, বাবর আজম, কলিন ইনগ্রাম, রবি বোপারা, শহিদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোঃ আমির, টাইমাল মিলস, মোহাম্মদ ইরফান জুনিয়র।

আরো পড়ুন: this topic