সাঙ্গাকারায় এগোচ্ছে মুলতান

পিএসএল
সাঙ্গাকারায় এগোচ্ছে মুলতান
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

পিএসএলে প্রথম ম্যাচে জয় তুলে নিতে ১৫২ রানের টার্গেটে ব্যাট করছে নতুন দল মুলতান সুলতান্স। পেশোয়ার জালমির দেয়া মাঝারি পুঁজি তাড়া করতে নেমে ব্যাটিং পাওয়ারপ্লেতে ওপেনার আহমেদ শেহজাদকে হারিয়েছেন মুলতান।

ফাস্ট বোলার ওহাব রিয়াজের করা প্রথম ওভারেই শুন্য রানে ফিরতে হয় তাকে। তবে সেখান থেকে অভিজ্ঞ সাঙ্গাকারার ব্যাটে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মুলতান। ব্যাটিং পাওয়ারপ্লে আর কোন বিপদ ঘটতে দেন নি তিনি।

শোয়েব মাকসুদের সাথে জুটি গড়ে ইনিংসের অষ্টম ওভারে দলের স্কোর অর্ধশত ছাড়া করেন সাঙ্গাকারা।  

পেশোয়ারঃ

তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়হাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর

মুলতানঃ

কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, কাইরন পোলার্ড, শোয়েব মাকসুদ, সাইফ বাদার, শোহেল তানবির, হারদস ভিলজয়েন, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, ইমরান  তাহির

আরো পড়ুন: this topic