এনসিএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ, ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেট

ছবি: নাইম শেখ ও আকবর আলী

প্রথম ম্যাচটি মাঠে গড়াবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। এ ছাড়া বগুড়া ও সিলেটেও হবে এনসিএলের ম্যাচ। নক আউট পর্ব হবে ৩০ সেপ্টেম্বর থেকে। ফাইনাল হবে ৩ অক্টোবর।
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন সাব্বির
১৫ আগস্ট ২৫
২০১০ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় এনসিএল টি-টোয়েন্টি। এরপর বিভিন্ন কারণে প্রায় এক যুগ বন্ধ থাকে টুর্নামেন্টটি। তবে ২০২৪ সালে আবারও পুনরুজ্জীবিত করা হয় টুর্নামেন্টটিকে।

মূলত বিপিএলে বিদেশি ক্রিকেটারদের কারণে দেশীয় ক্রিকেটারদের অনেকেরই সুযোগ না হওয়া এবং এ ছাড়া গত এনসিএল টি-টোয়েন্টির পরই বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা অনুরোধ করেছিলেন বিপিএলের ড্রাফটের আগে এই টুর্নামেন্টটি আয়োজন করতে।
বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান
৫ ঘন্টা আগে
তাই এবার আগে ভাগেই আয়োজন করা হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। বিপিএল অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বরে। তবে এখনও দিনক্ষণ নিশ্চিত হয়নি। ড্রাফট হতে অক্টোবরের শেষদিকে আয়োজন করা হতে পারে।
এনসিএল টি-টোয়েন্টির সূচি-
<img src ='/public/storage/inside_article/images/h3l6i2m3k.jpeg'>