promotional_ad

ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চমকে দিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমবারের মতো ডিপিএল খেলার সুযোগ পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে সুপার লিগেও জায়গা করে নিয়েছে আজিজুল হাকিম তামিমরা। গুলশানের মতো চমক দেখিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবও।

promotional_ad

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুবদের নিয়ে গড়া অগ্রণী ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে শেষ করে। এনামুল হক বিজয়ের নেতৃত্ব গাজী গ্রুপ ক্রিকেটার্সও নিশ্চিত করেছে ‍সুপার লিগে খেলা। জাকের আলী অনিক, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটারদের তারকা ঠাসা দল গড়েও সুবিধা করতে পারেননি লিজেন্ডস অব রূপগঞ্জকে।


আরো পড়ুন

সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজ

১৩ ঘন্টা আগে
ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান, ফাইল ছবি

যদিও ষষ্ঠ দল হিসেবে তারা সুপার লিগে উঠে গেছে। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডও সমান ১৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। সেরা ছয় দলকে নিয়ে ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫ রাউন্ডের ডিপিএল সুপার লিগ। প্রতি রাউন্ডের পর দুদিন করে বিরতি বা রেস্ট ডে রাখা হয়েছে।


promotional_ad

সুপার লিগ শুরুর আগে প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। সুপার লিগের প্রথম রাউন্ডে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ নবাগত গুলশান।


আরো পড়ুন

জাহিদুজ্জামানের সেঞ্চুরি ছাপিয়ে গাজীর নায়ক লেগ স্পিনার ওয়াসি

১৩ এপ্রিল ২৫
জাহিদুজ্জামান খান (বামে) এবং ওয়াসি সিদ্দিকী (ডানে), ক্রিকফ্রেঞ্জি

২০ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মিরপুরে আজিজুল তামিমদের বিপক্ষে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। একই দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান খেলবে অগ্রণী ব্যাংকের সঙ্গে। বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ এনামুল বিজয়ের গাজী ক্রিকেটার্স।


পরের রাউন্ডে ২৩ এপ্রিল আবাহনী ও গাজী ক্রিকেটার্স খেলার সুযোগ পেয়েছে মিরপুর। একই সময়ে বিকেএসপির তিন নম্বরে মাঠে গুলশান ও মোহামেডান এবং বিকেএসপির চার নম্বর মাঠে খেলবে অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার লিগের পাশাপাশি চলবে রেলিগেশন লিগও।


১৮ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২২ এপ্রিল ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শাইনপুকুর। শেষ রাউন্ডে পারটেক্সের বিপক্ষে খেলতে হবে ব্রাদার্স ইউনিয়নকে। রেলিগেশন লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। এদিকে রেলিগেশন লিগে দুই ম্যাচ জিতলেও প্রথম বিভাগে নেমে যাওয়ার শঙ্কায় আছে শাইনপুকুর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball