
‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সবাই অনুশীলনে এলেও একাডেমি মাঠে দেখা গেছে কেবলমাত্র ৩-৪জন ক্রিকেটারকে। বাকিদের সবাই জিমে সময় পার করছিলেন। সকাল নাগাদ অনুশীলনে এলেও মাঠের কার্যক্রম না দেখা যাওয়ায় পরবর্তীতে গুঞ্জন তৈরি হয় অনুশীলন বর্জনের।