promotional_ad

দল জিতলে অবদানগুলো ভালো লাগে: মোসাদ্দেক

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মোসাদ্দেক হোসেন। তবে সর্বশেষ বিপিএলে ভালো করতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ফিরে আবারও ব্যাট হাতে চমক দেখাচ্ছেন তিনি।

promotional_ad

বিপিএলে ৮ ম্যাচে ৫ ইনিংসে করেছিলেন মোটে ৩৬ রান। তবে ডিপিএলে ব্যাট হাতে যেন পুরোপুরি বদলে গেছেন মোসাদ্দেক প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। আর পরের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।


আরো পড়ুন

আল আমিনের সেঞ্চুরি ছাপিয়ে মিঠুন-মোসাদ্দেকের ব্যাটে আবাহনীর জয়

৯ মার্চ ২৫
সেঞ্চুরির পর আল আমিন জুনিয়র, ক্রিকফ্রেঞ্জি

রবিবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন মোসাদ্দেক। এমন ফর্ম নিয়ে গণমাধ্যমকে মোসাদ্দেক জানিয়েছেন দল জিতলে এই অবদানগুলো পূর্ণতা পায়।


নিজের অনুভূতির কথা জানিয়ে মোসাদ্দেক বলেন, 'রান করতে থাকলে আত্মবিশ্বাস বাড়তে থাকে। সেই জায়গা থেকে চেষ্টা করছি দলের জন্য অবদান রাখার। দল জিতলে এই অবদানগুলো ভালো লাগে।'


promotional_ad

মিডল অর্ডারে ব্যাটিং করলেও পরিস্থিরির কারণে অনেক সময়ই ইনিংস টেনে নেয়ার গুরু দায়িত্ব থাকে মোসাদ্দেকের কাঁধে। নিজের দায়িত্ব উপভোগ করেন বলে জানালেন এই ডানহাতি ব্যাটার।


আরো পড়ুন

২ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, জরিমানা ৮০ হাজার টাকা

১৩ এপ্রিল ২৫
মোহামেডানের জার্সিতে তাওহীদ হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

মোসাদ্দেক বলেন, 'যখনই ব্যাটিং করি চেষ্টা করি দায়িত্ব নিয়ে ব্যাটিং করার। যতটুকু দায়িত্ব নেয়া যায়। যত গভীর পর্যন্ত ব্যাটিং করা যায়। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। কিছু সময় হয় আর কিছু সময় হয় না।'


বিপিএলের সর্বশেষ আসরটি ভালো না গেলেও ডিপিএল দিয়ে ছন্দে ফেরার আশায় মোসাদ্দেক। আশা প্রকাশ করে এই অলরাউন্ডার বলেন, 'আক্ষেপ তো থাকবেই। ওইখানে ভিন্নরকম পরিবেশ থাকে। ওই সেটআপটা লাস্ট কিছুদিন ধরে ভালো হচ্ছে না। সাদা বলে ডিপিএলে ভালো হচ্ছে তাই এটা দিয়ে ওভারকাম করার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball