আল আমিনের সেঞ্চুরি ছাপিয়ে মিঠুন-মোসাদ্দেকের ব্যাটে আবাহনীর জয়

ছবি: সেঞ্চুরির পর আল আমিন জুনিয়র, ক্রিকফ্রেঞ্জি

বিকেএসপির তিন নম্বর মাঠে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে যোগ করেন ৬২ রান। জিসান আউট হয়েছেন ৩৯ রান করে।
দল জিতলে অবদানগুলো ভালো লাগে: মোসাদ্দেক
৭ ঘন্টা আগে
এই ওপেনার ফিরে গেলে দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজুমুল হোসেন শান্তকে নিয়ে ইমন যোগ করেন আরও ৫৬ রান। ইমনও হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। আউট হয়েছেন ৫৮ বলে ৪৭ রান করে। শান্তও হাফ সেঞ্চুরি পাননি। তার ব্যাট থেকে আসে ৩৭ রান।

এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় আবাহনী। মুমিনুল হক আউট হয়েছেন মাত্র ৯ রান করে। আর মাহফুজুর রহমান রাব্বি ফেরেন ২১ বলে ৫ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে মোহাম্মদ মিঠুন খেলেন ৬১ বলে ৬০ রানের কার্যকর ইনিংস।
এরপর মোসাদ্দেক হোসেন আর কোনো উইকেট হারাতে দেননি দলটি। তিনি অপরাজিত ৩৮ বলে ৪৭ রান করে আবাহনীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। রূপগঞ্জের হয়ে ২টি উইকেট নেন ফয়সাল আহমেদ। আর একটি করে উইকেট পান মাহমুদুল হাসান, আহমেদ শরিফ, মইনুল ইসলাম ও আল আমিন জুনিয়র।
এর আগে আল আমিনের ৮৯ বলে ১০৪ ও ফয়সালের অপরাজিত ৪৭ বলে ৪৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছিল রূপগঞ্জ। দলটিকে অল আউট করে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আবাহনীর স্পিনার রাকিবুল হাসান। আর দুটি উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক। একটি উইকেট পান মুমিনুল।