promotional_ad

বরুণকে ‘নিষ্ক্রিয়’ করে রাখতে চায় নিউজিল্যান্ড

বরুণ চক্রবর্তী, আইসিসি
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারত ফাইনালে ওঠায় সেই ম্যাচও হবে একই স্টেডিয়ামে। ফলে ভারত যে বাড়তি সুবিধা পেতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। দুবাইয়ের উইকেটে একটু বাড়তি সুবিধা পান স্পিনাররা।

promotional_ad

নিউজিল্যান্ড-ভারতের ফাইনালের আগেও তাই স্পিন বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। আলোচনায় আছেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীও। তাকে ঘিরেই ভারত নিউজিল্যান্ড বধের পরিকল্পনা সাজাতে পারে সেটা প্রায় নিশ্চিত।


আরো পড়ুন

আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ

২২ মার্চ ২৫
কলকাতার জার্সিতে বরুণ চক্রবর্তী

নিজিল্যান্ডও থেমে নেই। তারা কীভাবে বরুণকে মোকাবেলা করা যায় সেই পথ খুঁজছেন। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ভারত তাদের প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে। আর পরের দুই ম্যাচে দলটিতে খেলেছেন চার স্পিনার।



promotional_ad

ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড বলেছেন, 'আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।'


আরো পড়ুন

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে মুম্বাইয়ের সাবেক কোচ

১০ ঘন্টা আগে
মুম্বাইয়ের জার্সিতে জেমস প্যামেন্ট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলেন বরুণ। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। ভারতের দেয়া ২৪৯ রানের জবাবে খেলতে নামা কিউইদের প্রায় একাই গুঁড়িয়ে দেন ২০৫ রানে।



এরপর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে বরুণ নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন ভারতের যম ট্রাভিস হেডকেও। বরুণের বোলিংকে সমীহ করে স্টেড বলেছেন, 'খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball