promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ

পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ, আইসিসি
শেষের পথে চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আরও আগেই। সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

promotional_ad

এই ম্যাচ আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসেবে কারা থাকছেন তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের জন্য চারজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির নাম প্রকাশ করেছে আইসিসি।


আরো পড়ুন

পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব

২ ঘন্টা আগে
রোহিত শর্মাকে (মাঝে) সাদা কোট পরিয়ে দিচ্ছেন রজার বিনি (বামে) এবং জয় শাহ (ডানে), ফাইল ফটো

এই হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ। আর থার্ড আম্পায়ার হিসেবে থাকবে জোয়েল উইলসন। আর ফোর্থ আম্পায়র হিসেবে রাখা হয়েছে কুমার ধর্মসেনাকে।


ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে রঞ্জন মাদুগালেকে। আইসিসি আগেই গ্রুপ পর্বে কারা কারা আম্পায়ারিং করবেন সেই তালিকা প্রকাশ করেছিল। ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনালের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করে পরে।



promotional_ad

মূলত ম্যাচগুলোতে নিরপেক্ষ আম্পায়ারের নিশ্চয়তা দিতেই এই সময়ক্ষেপণ করে আইসিসি। এবারও হয়েছে তাই। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচই খেলছে দুবাইতে।


ফাইনালও হবে সেখানেই। তবে ভারত ফাইনালে না উঠলে সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।


আর সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। এর আগে ২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে উড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিউইরা। এবার আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball