চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ

ছবি: পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ, আইসিসি

এই ম্যাচ আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসেবে কারা থাকছেন তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের জন্য চারজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির নাম প্রকাশ করেছে আইসিসি।
পুরষ্কার বিতরণী মঞ্চে পিসিবির কাউকে না দেখে হতবাক শোয়েব
২ ঘন্টা আগে
এই হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ। আর থার্ড আম্পায়ার হিসেবে থাকবে জোয়েল উইলসন। আর ফোর্থ আম্পায়র হিসেবে রাখা হয়েছে কুমার ধর্মসেনাকে।
ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে রঞ্জন মাদুগালেকে। আইসিসি আগেই গ্রুপ পর্বে কারা কারা আম্পায়ারিং করবেন সেই তালিকা প্রকাশ করেছিল। ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনালের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করে পরে।

মূলত ম্যাচগুলোতে নিরপেক্ষ আম্পায়ারের নিশ্চয়তা দিতেই এই সময়ক্ষেপণ করে আইসিসি। এবারও হয়েছে তাই। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচই খেলছে দুবাইতে।
ফাইনালও হবে সেখানেই। তবে ভারত ফাইনালে না উঠলে সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
আর সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। এর আগে ২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে উড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিউইরা। এবার আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।