খুব বেশি ওয়ানডে খেলিনি, এজন্য চাপে ছিলাম: বরুণ

ছবি: ৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বরুণের। সেই ম্যাচে সেভাবে সাফল্য পাননি তিনি। ৫৪ রান খরচায় নেন এক উইকেট। তবে ওয়ানডে সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেন তিনি।
বরুণকে ‘নিষ্ক্রিয়’ করে রাখতে চায় নিউজিল্যান্ড
৭ মার্চ ২৫
সেই সিরিজে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতের জয়ে সিরিজসেরার পুরষ্কার নেন বরুণ। তার এমন পারফরম্যান্স দেখে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার ভাবনা আসে ভারতীয় নির্বাচকদের।

যার কারণে ইয়াশভি জায়সাওয়ালের মতো ইনফর্ম ওপেনারকে ১৫ সদস্যের বাইরে রেখে বরুণকে জায়গা দেন তারা। ৩৩ বছর বয়সী বরুণ আইপিএলের নিয়মিত পারফর্মার হলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে কিছুটা ঘাবড়ে যান। সে চাপ দূর করার জন্য সতীর্থদের কৃতিত্ব দেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
৬ ঘন্টা আগে
বরুণ বলেন, 'শুরুর দিকে কিছুটা নার্ভাস ছিলাম। ভারতের হয়ে খুব বেশি ওয়ানডে তো খেলিনি। এজন্যই নার্ভাস ছিলাম। তবে ম্যাচ যত এগিয়েছে, তত ভালো অনুভব করেছি। বিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক, সবাই আমার সঙ্গে কথা বলেছে এবং আমাকে স্থির রাখার চেষ্টা করেছে।'
'গতরাতে জানতে পেরেছি যে, ম্যাচটি খেলব। দেশের হয়ে ওয়ানডে খেলার আশা করছিলাম এবং অপেক্ষায় ছিলাম। তবে নার্ভাসও লাগছিল।'