খুব বেশি ওয়ানডে খেলিনি, এজন্য চাপে ছিলাম: বরুণ

৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, ফাইল ফটো
ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন বরুণ চক্রবর্তী। আর তাতেই রীতিমতো বাজিমাত করলেন এই রহস্য স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রান খরচায় নিলেন পাঁচ উইকেট, হলেন ম্যাচসেরাও। ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে অবশ্য বেশ চাপে ছিলেন বরুণ।

promotional_ad

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বরুণের। সেই ম্যাচে সেভাবে সাফল্য পাননি তিনি। ৫৪ রান খরচায় নেন এক উইকেট। তবে ওয়ানডে সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করেন তিনি।


আরো পড়ুন

আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

৮ মে ২৫
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল

সেই সিরিজে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতের জয়ে সিরিজসেরার পুরষ্কার নেন বরুণ। তার এমন পারফরম্যান্স দেখে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার ভাবনা আসে ভারতীয় নির্বাচকদের।


promotional_ad

যার কারণে ইয়াশভি জায়সাওয়ালের মতো ইনফর্ম ওপেনারকে ১৫ সদস্যের বাইরে রেখে বরুণকে জায়গা দেন তারা। ৩৩ বছর বয়সী বরুণ আইপিএলের নিয়মিত পারফর্মার হলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে কিছুটা ঘাবড়ে যান। সে চাপ দূর করার জন্য সতীর্থদের কৃতিত্ব দেন তিনি।


আরো পড়ুন

আর্শদীপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

৩ ঘন্টা আগে
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো

বরুণ বলেন, 'শুরুর দিকে কিছুটা নার্ভাস ছিলাম। ভারতের হয়ে খুব বেশি ওয়ানডে তো খেলিনি। এজন্যই নার্ভাস ছিলাম। তবে ম্যাচ যত এগিয়েছে, তত ভালো অনুভব করেছি। বিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক, সবাই আমার সঙ্গে কথা বলেছে এবং আমাকে স্থির রাখার চেষ্টা করেছে।'


'গতরাতে জানতে পেরেছি যে, ম্যাচটি খেলব। দেশের হয়ে ওয়ানডে খেলার আশা করছিলাম এবং অপেক্ষায় ছিলাম। তবে নার্ভাসও লাগছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball