‘কোহলির কাউকে প্রমাণের কিছু নেই’

ছবি: বিরাট কোহলি (বামে) ও সৌরভ গাঙ্গুলি (ডানে), ফাইল ছবি

সবশেষ অস্ট্রেলিয়া সফরে একটা সেঞ্চুরি করলেও পুরোপুরি বলার মতো কিছু করে দেখাতে পারেননি কোহলি। একটা সেঞ্চুরির পরও ৫ ম্যাচের ৯ ইনিংসে ব্যাটিং করা কোহলি করেছিলেন মাত্র ১৯০ রান। ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টেস্ট মিলে সবশেষ ১০ ইনিংসে মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সেই হাফ সেঞ্চুরিটা পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার ঠিক আগে।
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
১৬ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫২ রান করেছিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাও ভালো হয়নি তার। দুবাইয়ের ধীরগতির উইকেটে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বলে ২২ রান করেছিলেন ডানহাতি ব্যাটার। এমন পারফরম্যান্সের পর আবারও আলোচনায় কোহলি অফ ফর্ম। আন্তর্জাতিক ক্রিকেটে ৮১ সেঞ্চুরি করা কোহলিকে নিয়ে অবশ্য কোনো সংশয় রাখছেন না গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮’এর সঙ্গে একান্ত আলাপে গাঙ্গুলি বলেন, ‘কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে সামর্থ্যবান এবং নিজের সমস্যাটা সমাধান করবে। পুরো ক্যারিয়ারে সে দারুণ করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টা সেঞ্চুরি করেছে। কোহলির কাউকে প্রমাণের কিছু নেই।’

সাম্প্রতিক সময়ে অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে ধুঁকছেন কোহলি। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে তাকে বারবার একই ফাঁদে ফেলেছেন পেসার স্কট বোল্যান্ড। এ ছাড়া লেগ স্পিনারের বিপক্ষেও দুর্বলতা চোখে পড়ছে সবার। ইংল্যান্ডের বিপক্ষে আদিল রশিদের বলে আউট হওয়া কোহলিকে বাংলাদেশ ম্যাচে উইকেট দিয়েছেন রিশাদ হোসেনকে।
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
৫ ঘন্টা আগে
পাকিস্তানের আববার আহমেদ, খুশদিল শাহ ও সালমান আলী আঘাকে সামলাতে বাড়তি অনুশীলন করছেন তিনি। গাঙ্গুলি জানান, কোহলি নিজেই তার সমস্যা সমাধান করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো ভারতই এটা নিয়ে কথা বলছে কিন্তু সে ওয়ার্ক এথিক্সের দিক থেকে সেরা খেলোয়াড়। সে জানে তাকে কী করতে হবে। সমস্যাটা সে নিজেই সমাধান করবে।’
শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কোহলি, রোহিত শর্মারা খেলতে নামবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে। সেই ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন গাঙ্গুলি।
সেই সঙ্গে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারত ভালো করবে বলে জানান তিনি। গাঙ্গুলি বলেন, ‘আমার মতে, পাকিস্তানের বিপক্ষে লড়াই জয়ের জন্য ভারতই ফেবারিট। ব্যাটিং কিংবা বোলিং বলুন সবদিকেই ভারত এখন বিশ্বের সেরা দল। তারা এক নম্বর দল এবং তাদের উচিত ভালো করা (চ্যাম্পিয়ন্স ট্রফি)।