আগামী সপ্তাহ থেকে আবারো শুরু হচ্ছে এনসিএল

ছবি:

বিপিএল আসর শেষ হওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে আগামী ২০শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ড। এই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নিবেন।
বর্তমানে টি-১০ টুর্নামেন্ট খেলতে শারজাহতে অবস্থান করছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। আর এই টুর্নামেন্ট শেষে হবে ১৭ তারিখে। সুতরাং জাতীয় লীগে খেলতে বাঁধা থাকছে না সাকিব-তামিমের।
এনসিএলের ম্যাচগুলোর বেশিরভাগই অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি, চিটাগাং এবং সিলেটের মাঠে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আপাতত কোনও ম্যাচ রাখা হয়নি। এদিকে টুর্নামেন্টের টায়ার-১ এর ম্যাচে ঢাকা ডিভিশনের বিপক্ষে বিকেএসপির মাঠে খেলতে নামবে খুলনা ডিভিশন।

অপরদিকে একই দিনে রংপুরের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ডিভিশন। দ্বিতীয় টায়ারের ম্যাচে মুখোমুখি হবে চারটি দল। ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে রাজশাহী এবং সিলেটের বিপক্ষে খেলবে চিটাগাং ডিভিশন। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে চিটাগাং এবং সিলেটে।
বিপিএল শুরুর আগে পর্যন্ত খুলনা ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো। এরপর ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয়তে অবস্থান ছিলো ঢাকা ও রংপুর ডিভিশনের। ৮ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থান বরিশালের।
এখন পর্যন্ত খুলনার ব্যাটসম্যান আনামুল হক বিজয় ৭ ইনিংসে ৫৯.৫৭ গড়ে ৪১৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। হাঁকিয়েছেন একটি ডাবল সেঞ্চুরি এবং একটি অর্ধশতক। বিজয় ছাড়াও এবারের এনসিএলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রংপুরের নাইম ইসলাম।
এদিকে বোলারদের মধ্যে ৮ ইনিংসে ১৮ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রাজশাহী ডিভিশনের মিডিয়াম পেসার ফরহাদ রেজা। তবে শীর্ষে থাকলেও একটি ম্যাচেও পাঁচ উইকেট শিকার করতে পারেননি তিনি।