'হতাশ' তাসকিন

ছবি:

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল হিসেবে ভালো করতে পারতে পারেনি চিটাগাং ভাইকিংস। দলীয় ব্যর্থতার কারণে এখন পর্যন্ত আসরে মাত্র দুটি ম্যাচ জিতেছে তারা।
যেকারণে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তাসকিন-বিজয়রা। হাতে আছে মাত্র একটি ম্যাচ। যদি তারা সেটা জিতেও যান তারপরও টেবিলের তলানিতে থেকে বিপিএলের পঞ্চম আসর শেষ করতে হবে দলটিকে।
এর আগে কখনও টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করেনি চিটাগাং। আর বিপিএলের প্রতি আসরেই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছেন পেসার তাসকিন আহমেদ।
কিন্তু এবারের আসরে দলের এমন অবস্থা দেখে হতাশ এই টাইগার পেসার। মাছরাঙা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'বিপিএল খুব একটা ভালো কাটে নি।

আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি, এটা খুবই দুঃখজনক। কখনই বিপিএলে একদম তলানিতে থেকে আসর শেষ করিনি। এবারই প্রথম যার কারনে বিষয়টি বেশ হতাশার।'
তবে তাসকিন জানালেন, তার দল টেবিলের তলানিতে থাকলেও নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাদের এর চেয়ে বেশী ভালো খেলা উচিত ছিল। তিনি আরও জানান, 'আমরা চেস্টা করেছি।
কিন্তু আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। এই দলের সম্ভাবনা অনেক ছিল। আমাদের দেখা গেছে একদিন বোলিং ভালো হয়েছে, আরেকদিন ব্যাটিং... দুটি মিলিয়ে ধারাবাহিকতার অভাব ছিল আমাদের।'
এদিকে এর আগের চার আসরে চট্টগ্রামের ডাগআউটে অনেক নামীদামী ক্রিকেটার থাকলেও এবারের আসরে বড় কোন ক্রিকেটার ছাড়াই বিপিএল খেলছে তারা। আর এটাকেও হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন এবারের বিপিএলে ১৩ উইকেট শিকারি এই পেসার। তিনি আরও বলেন,
'এই বছর অন্যান্য বছরের তুলনায় আমাদের দলে ম্যাচ উইনার কিংবা বড় নামের কমতি ছিল। তবে যারা ছিল তারাও পরীক্ষিত, কিন্তু এখানে পারফর্ম করতে পারেনি। তবে এটা মানতেই হবে, অন্যান্য দল গুলোর তুলনায় এবার আমাদের দলে বিদেশি তারকার কমতি ছিল।'