আইসিসি ইভেন্টের ‘ফ্লপ’ তকমা ঘুচাতে চান তানজিদ

বাংলাদেশ ক্রিকেট
আইসিসি ইভেন্টের ‘ফ্লপ’ তকমা ঘুচাতে চান তানজিদ
সাইফ হাসানের সঙ্গে তানজিদ হাসান তামিম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রায় নিয়মিত ওপেনারই বলা চলে তানজিদ হাসান তামিমকে। ব্যাট হাতেও নিয়মিত রান পাচ্ছেন তিনি। তাকে নিয়ে তাই বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে নিয়মিত ব্যাট হাসলেও বিশ্বকাপ বা এশিয়া কাপে এখনও ভালো খেলতে পারেননি তিনি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ওপেনিং ব্যাটার হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিদ। সেখানে নিজেকে প্রমাণের অপেক্ষায় আছেন বাঁহাতি এই ব্যাটার। তিনি নিজেও মেনে নিয়েছেন বৈশ্বিক আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি।

তানজিদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।'

বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে তানজিদ আরও বলেন, 'এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।'

আসন্ন বিপিএলের ঠিক পর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে জাতীয় দলের আর কোনো খেলা নেই। আর বিপিএলের পর ক্যাম্প করার মতো সেই সময় পাবে না বাংলাদেশ দল। তাই বাধ্য হয়েই বিপিএলের আগে ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে মিরপুরে।

তানজিদের সঙ্গে ক্যাম্পে আছেন পারভেজ হোসেন ইমনদের প্রস্তুতি বিশ্বকাপ ঘিরে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ব্যাটারদের স্কিল নিয়ে কাজ করছেন। তানজিদের বিশ্বাস এই ক্যাম্প তাদের বেশ ভালো কাজে লাগবে। কেন এই সময়ে ক্যাম্প আয়োজন করা হয়েছে সেটার ব্যাখ্যাও দিলেন এই ওপেনার।

তিনি বলেছেন, 'খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।'

'সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন—পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।'

আরো পড়ুন: তানজিদ হাসান তামিম