বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন আরোশা সিথুমিনা। পরের ওভারে আউট হয়েছেন রেহান পেইরিসও। শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪ বলে ৪ রান। পাওয়ার প্লে শেষের আগে চানুল কোডিথুওয়াক্কু ফিরে গেছেন ১৬ বলে ৬ রান করে। ভালো শুরু পেলেও ৪০ বলে ২৮ রান করে আউট হয়েছেন হিরুন মাথিশা।
৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে সফরকারীদের টেনে তোলার চেষ্টা করেছিলেন স্টেভন পেইরিস ও ফার্নান্দো। তবে তাদের জুটি খুব বেশি বড় হয়নি। ৩২ বলে ১৪ রান করে ফেরেন স্টেভন। পরবর্তীতে সানুল বিক্রমারত্নে ৬৫ বরে ৩৪ রান করেছেন। শেষ পর্যন্ত ফার্নান্দো ১১৬ বলে ৭৮ রানের ইনিংস খেললেও লঙ্কানরা ১৯৩ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন আকাশ, মাহেনুজ্জামান, ফাইয়াজ, জারিফ, ইফতেখার, রাকিবুল ও আকাশ রয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন জারিফ। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন নাইম ও আদ্রিতো। তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। ভালো শুরু পাওয়া ৪২ বলে ৩২ রান করে আউট হয়েছেন নাইম। তৃতীয় উইকেটে আকাশ রয় ও আদ্রিতো মিলে বাংলাদেশে টেনে নিয়ে গেছেন। দারুণ ব্যাটিংয়ে ৯১ রানের জুটি গড়েন তারা।
৮০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আদ্রিতো। তবে পঞ্চাশ ছোঁয়া হয়নি আকাশের। ৬২ বলে ৩৯ রান করে ফিরে যেতে হয় তাকে। অধিনায়ক রাকিবুল অবশ্য ১০ বলে ১২ রানের বেশি করতে পারেননি। শেষের দিকে জুনায়েদ হোসেন ১৮ ও সৌরভ ২০ বলে ৩২ রান করেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৪ বলে সেঞ্চুরি করা আদ্রিতো অপরাজিত ছিলেন ১০৩ রানে। তাতেই ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে দুইটি উইকেট নিয়েছেন হিমারু দিশান।