কাতারের দোহায় টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও সেটা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন আবু হায়দার। বাঁহাতি পেসারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন নিশান মাদুশকা। একই ওভারে ফিরেছেন আরেক ওপেনার ভিশেন হালামবাগে। ৭ বলে ১৩ রান করেছেন তরুণ এই ব্যাটার।
পাওয়ার প্লে শেষের আগে লাসিথ ক্রুসপুলের উইকেটও হারায় শ্রীলঙ্কা। ৯ বলে ৯ রান করেছেন তিনি। একটু পর আউট হয়েছেন নুয়ান্দো ফার্নান্দোও। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রমেশ মেন্ডিস ও আরাচিগে। তাদের দুজনের ব্যাটেই বিপদ সামাল দেয় তারা। মেন্ডিস ১৮ বলে ১৭ রান করে ফিরলে ভাঙে জুটি।
পরবর্তীতে ওয়েলালাগেকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কাকে টেনেছেন আরাচিগে। দুর্দান্ত ব্যাটিংয়ে করেছেন হাফ সেঞ্চুরিও। তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে ১৪ বলে ২৩ রান করেছেন ওয়েলালাগে। শেষ ওভারে আউট হয়েছেন ৪৯ বলে ৬৯ রান করা আরাচিগেও। ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রিপন ও আবু হায়দার।