১৮ বলে হাফ সেঞ্চুরি রনির, তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

বাংলাদেশ
১৮ বলে হাফ সেঞ্চুরি রনির, তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে হাসিখুশি বাংলাদেশ দল, ফেসবুক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
১৮ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি, যেখানে ছিল সাতটি ছক্কার মার। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেও দলের পরাজয় ঠেকাতে পারলেন না আবু হায়দার রনি। হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলাদেশ।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আকবর আলী। কিন্তু শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলে অস্ট্রেলিয়া। নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। ছোট ফরম্যাটে এমন স্কোর যে কোনো দলের জন্যই ছিল চ্যালেঞ্জিং।

অজিদের হয়ে বেন ম্যাকডরমট ১৪ বলে আটটি ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৫০ রান করেন, যেখানে ছিল একটি চার ও সাতটি ছক্কা। উইলিয়াম বসিস্তুো ছয় বলের মধ্যে পাঁচটিকেই পাঠান গ্যালারিতে, করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট, যদিও খরচ হয় যথাক্রমে ২৪ ও ২৫ রান।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ভয়াবহ। প্রথম চার ব্যাটার কেউই সুবিধা করতে পারেননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম দুই বলে একটি করে ছক্কা হাঁকালেও দ্রুত ফিরতে হয় দুজনকেই। অধিনায়ক আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে।

শেষ পর্যন্ত রনির ব্যাটে কিছুটা লড়াইয়ের আভাস মেলে। ১৮ বলে দুটি চার ও সাতটি ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রাকিবুল হাসানও ১০ বলে ২৫ রান যোগ করেন। তবে নির্ধারিত ছয় ওভারে বাংলাদেশ থামে ৯৫ রানে, ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠার স্বপ্ন অপূর্ণই থেকে যায়।

বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার প্রথম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন আকবররা। আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে ৭৫ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ছয় উইকেটে ৬১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ রানের জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

আরো পড়ুন: বাংলাদেশ