টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বংলাদেশ

বাংলাদেশ
টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বংলাদেশ
দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক আকিম ওগিস, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রিশাদ হোসেনের তৃতীয় ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন আকিম ওগিস। যদিও পরের বলেই ফিরতে পারতেন বাঁহাতি এই স্পিনার। তবে এক্সট্রা কভারে দাঁড়িয়ে ক্যাচ নিতে পারেননি তানজিম হাসান সাকিব। সেই ক্যাচ মিসের খেসারত ভালোভাবেই দিতে হয়েছে বাংলাদেশকে। জীবন পেয়ে তৃতীয় ও চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ওগিস। চার বলের ব্যবধানে তিন ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ করে দিয়েছেন তিনি। পরের ওভারে নাসুমের বলেও মেরেছেন ছক্কা।

সবমিলিয়ে ৫ ছক্কায় ওগিস খেলেছেন ৫০ রানের ইনিংস। ওগিসের এমন ব্যাটিংয়ের দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন রস্টন চেজও। খেলেছেন ২৯ বলে ৫০ রানের ইনিংস। আমির জাঙ্গু, ওগিস ও চেজের ব্যাটে শেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে ক্যারিবীয়রা।। তানজিদ হাসান তামিমের ৮৯ রানের ইনিংসে ১৫১ রানের পুঁজি পেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি বোলাররা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

১৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শরিফুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল আমির জাঙ্গুর ব্যাট ছুঁয়ে যায় স্লিপে। প্রথম ক্যাচটা নেয়ার চেষ্টা করতে চেয়েছিলেন লিটন। তবে পরোক্ষণেই হাত সরিয়ে নেয়ায় অপ্রস্তুতভাবে ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে থাকা সাইফ হাসান। যদিও পরের ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।

তৃতীয় ওভারের পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন অ্যালিক আথানাজ। তবে মেহেদীর বলটা মিস করে স্টাম্পিং হয়েছেন ছন্দে থাকা এই ব্যাটার। ৮ বলে ১ রান করা আথানাজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মেহেদী। পরের ওভারেও উইকেট পেতে পারতো বাংলাদেশ। তবে শরিফুলের বলে আমির জাঙ্গুর ক্যাচ নিতে পারেননি মিড অফে থাকা তাওহীদ হৃদয়। জীবন পেয়ে তাণ্ডব চালাতে থাকেন জাঙ্গু।

পঞ্চম ওভারে বোলিংয়ে আসা তাসকিন আহমেদের বিপক্ষে তিনটি চার ও একটি ছক্কা মেরেছেন বাঁহাতি এই ওপেনার। সেই ওভার থেকে এসেছে ১৮ রান। তবে পাওয়ার প্লে শেষের আগে বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম। বাঁহাতি স্পিনারের বলে পুল করার চেষ্টায় লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং। দুই উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পঞ্চাশ ছোঁয়ার পর আউট হয়েছেন জাঙ্গু। বোলিংয়ে এসেই তাকে ফেরান রিশাদ হোসেন।

ডানহাতি লেগ স্পিনারের বলে অফ স্টাম্পে সরে গিয়ে অন সাইডে খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন জাঙ্গু। ২৩ বলে ৩৪ রান করে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। তবে ওগিস ও চেজ মিলে ক্যারিবীয়দের এগিয়ে নেয়ার চেষ্টা করেন। দুজনই খানিকটা আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন। রিশাদের উপর চড়াও হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ করে দিয়েছেন ওগিস। রিশাদের তৃতীয় ওভারে মেরেছেন তিন ছক্কা।

পরের ওভারে নাসুম প্রথম বলেও ছক্কা মারেন তিনি। সেই ওভারেই ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন ওগিস। আন্তর্জাতিক ক্রিকেট এটিই তাঁর প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। একটু পর আক্রণাত্বক ব্যাটিংয়ে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন চেজও। যদিও পরের ওভারেই আউট হয়েছেন তিনি। ২৯ বলে ৫০ রান করা চেজকে ফেরান রিশাদ। একই ওভারে ফিরিয়েছেন ওগিসকেও। তবে ওয়েস্ট ইন্ডিজের জয় পাওয়া আটকানো যায়নি। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিশাদ।

এর আগে চার পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে পারভেজ হোসেন ইমন বেশিক্ষণ টিকতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ১১ রানের আক্ষেপে পুড়েছেন তিনি তার ব্যাটে ভর করেই ১৫১ রানের পুঁজি পায় বাংলাদেশ।

রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে জেসন হোল্ডারকে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ। এই ওপেনারতানজিদ এদিন তার ৮৯ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ৪ ছক্কায়। এর আগে তিনবার অন্তত জীবন পেয়েছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এর বাইরে দুই অঙ্কে যেতে পারেছেন কেবল সাইফ হাসান। তিনি ২৩ রান করেন।

সাইফ ও তানজিদ মিলে এদিন চতুর্থ উইকেটে যোগ করেন ৬৩ রান। বাংলাদেশ দলের আর কোনো জুটি ত্রিশের ঘরও পেরোয়নি। তানজিদকে ফেরানোর পরের বলেই শরিফুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন শেফার্ড। শেষ ওভারে টানা ২ উইকেট তুলে নেয়ার আগে ১৭তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানকে আউট করেছিলেন শেফার্ড।

এর মধ্যে দিয়ে জেসন হোল্ডারের পর দ্বিতীয় ক্যারিবিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন শেফার্ড। তিনিই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন এদিন। দুটি করে উইকেট নেন হোল্ডার ও খারি পিয়েরে। আর একটি করে উইকেট তুলে নেন আকিল হোসাইন ও রোস্টন চেজ।

আরো পড়ুন: বাংলাদেশ