সিরিজের প্রথম দুটি ম্যাচই ছিল লো স্কোরিং। আগের মতোই বাড়তি সুবিধা পেয়েছেন স্পিনাররা। দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়ে রেকর্ডের বুকে নাম লেখিয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভার ওভারে হেরে যায় বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রথম ম্যাচের উইকেটেই। তবে এখানে আগে ব্যাট করে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। উইকেট নিয়ে সন্তুষ্ট না হলেও নিজের দলের ক্রিকেটারদেরই দায় দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি জানিয়েছেন যেকোনো দল হোম অ্যাডভান্টেজ নেবেই। তাই বাংলাদেশকে তারা বলতে পারেননা কেমন উইকেট বানানো উচিত।
সংবাদ সম্মেলনে স্যামি বলেন, 'আমি সবসময়ই চাইব কিছুটা হোম অ্যাডভান্টেজ (ঘরের মাঠের সুবিধা) পেতে। জানেন তো, আমি বাংলাদেশ দল বা কর্তৃপক্ষকে বলতে পারি না কী উইকেট বানাতে হবে। আমি যেটায় ফোকাস করি তা হলো, নিশ্চিত করা যেন আমার দল যখন বাইরে খেলতে যায়, তাদের যেন যেকোনো পরিস্থিতি সামলানোর স্কিল থাকে। যেমন বললাম, এই সিরিজটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল।'
তিনি আরও যোগ করেন, 'ঘরের মাঠে জেতার জন্য যা যা দরকার, তা তো করতেই হবে। ওটাই সবচেয়ে জরুরি বিষয়। এখন এটা বাংলাদেশের বাইরে গিয়ে তাদের উন্নতিতে প্রভাব ফেলবে কিনা, সেটা তাদের ব্যাপার যে তারা যখন বাইরে খেলতে যাবে তখন কেমন খেলবে। কিন্তু আমি এর বিরোধী নই। আমি এতে রাগ করব না। আমার শুধু মনে হয়েছে আমার খেলোয়াড়রা পুরো সিরিজে ভালো খেলেনি।'
ওয়ানডে সিরিজ মিরপুরে হলেও টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। স্যামির অভিজ্ঞতা বলছে বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট চট্টগ্রামে। তবে উইকেট দেখেই ঢাকার সঙ্গে তুলনা করতে চান তিনি। সর্বশেষ ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চান তারা।
চট্টগ্রামের উইকেট নিয়ে স্যামি বলেছেন, 'ভালো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওটা বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট হওয়ার কথা, কিন্তু আমি তো দেখিনি। তাই আমরা কাল যাচ্ছি, আশা করি যখন আমরা প্র্যাকটিস করব, আমি উইকেটটা দেখার সুযোগ পাব এবং ঢাকার সাথে চট্টগ্রামের তুলনা করতে পারব। তবে হ্যাঁ, আমরা মুখিয়ে আছি।'
তিনি আরও বলেন, 'আমি তো ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিততে চেয়েছিলাম। তবে আমার মনে হয় আমাদের সামনে সুযোগ আছে আমাদের হোম সিরিজের উল্টোটা করার। আমার মনে হয় গত বছর ডিসেম্বরে আমরা ওয়ানডে সিরিজ ৩-০ জিতেছিলাম আর ওরা টি-টোয়েন্টি সিরিজ ৩-০ জিতেছিল। তো হ্যাঁ, আশা করি আমরা এবার সেটা করতে পারব এবং ওখানে আরও ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারব।'