ওয়ানডে দল থেকে বাদ পড়লেন নাইম-নাহিদ

বাংলাদেশ
ওয়ানডে দল থেকে বাদ পড়লেন নাইম-নাহিদ
বাংলাদেশ দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে দুইটি পরিবর্তন এসেছে। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা বাদ পড়েছেন।

অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার ফিরেছেন ওয়ানডে দলে, যিনি শেষবার খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এর বাইরে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। তার এরই মধ্যে টেস্ট অভিষেক হয়েছে। এবার লাল সবুজ জার্সি গায়ে দেয়ার পালা তার।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

আরো পড়ুন: নাহিদ রানা