আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম

বাংলাদেশ
আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম
বাংলাদেশের জার্সিতে তানজিম সাকিব
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে সেই সবছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশ দলকে। চলতি বছর আর আফগানিস্তান সিরিজসহ দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

আফগানিস্তানের বাংলাদেশ আরেকটি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থেকে আফগানিস্তান সিরিজ শুরু করেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে ৫ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রথম ওয়ানডেতে হেরে সেই আশা পূরণ হচ্ছে না টাইগারদের।

বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব মনে করেন বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মানায় না। তার মতে বাংলাদেশের আরও উপরের দিকে থাকা উচিত ছিল। আপাতত বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়াই লক্ষ্য বাংলাদেশ দলের।

সংযুক্ত আরব আমিরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, 'আমাদের মনে হয়, আমরা আরও উপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। তাই আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কিভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাতেই আমাদের লক্ষ্য।'

বিশ্বকাপে সরাসরি খেলার চিন্তা রেখেই পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষ্যে কথা জানিয়ে তিনি বলেন, '২০২৭ বিশ্বকাপে কিভাবে আমরা সরাসরি খেলতে পারি… কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না। তাই আমরা কিভাবে সরাসরি খেলতে পারি, সেটাই আমাদের মাথায় থাকা উচিত।'

আরো পড়ুন: বিশ্বকাপ