অবশেষে ভিসা পেলেন নাইম, দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন রাতেই

বাংলাদেশ
অবশেষে ভিসা পেলেন নাইম, দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন রাতেই
বাংলাদেশের জার্সিতে নাইম শেখ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এরপর ভিসা জটিলতায় পড়েন ওয়ানডে দলে থাকা নাইম শেখ।

যথা সময়ে ভিসা না আসায় প্রথম ওয়ানডেতে খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। শনিবার বাংলাদেশ মাঠে নামবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এর আগে ভিসা হয়েছে নাইমের।

শুক্রবার রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র এই বিষটি নিশ্চিত করেছে। ভ্রমণের ধকল কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে নাইম মাঠে নামবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

নাইম না থাকায় প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান। এর মধ্যে দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে তার। তবে অভিষেক রাঙাতে পারেননি তিনি। সাইফ আউট হয়েছেন মাত্র ২৬ রান করে।

নাইম ফিরলে একাদশ থেকে তারই বাদ পড়ার সম্ভাবনা বেশি। ওয়ানডে শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি দলের প্রায় সবাই আছেন ওয়ানডে দলে। মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভির ইসলাম ও নাজমুল হোসেন শান্ত সেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আরব আমিরাতে।

আরো পড়ুন: নাইম শেখ