জাকেরের সমস্যা কোথায়, ধরিয়ে দিলেন বাশার

বাংলাদেশ
জাকেরের সমস্যা কোথায়, ধরিয়ে দিলেন বাশার
ব্যাটিংয়ে জাকের আলী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাকের আলীর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে সিরিজ জুড়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপেও দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে দুটি ম্যাচেই হেরেছিলেন।

যদিও আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল দেখার মতো। তবে বাজে ফর্মের চক্কর থেকে বের হতে পারেননি জাকের। অধিনায়কত্ব করা ৫ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৫৭ রান। সর্বোচ্চ ৩২ রান আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমন পারফরম্যান্স বাংলাদেশ দলের জন্যও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জাকের আউট হয়েছেন ১০ রান করে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন জাকের নিজের ব্যাটিং টেকনিকে কিছুটা পরিবর্তন এনেছেন। এ কারণেই তাকে ভুগতে হচ্ছে। জাকের ব্যাটিংয়ে কী সমস্যা হচ্ছে সেটাও ব্যাখ্যা করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, 'জাকের আলী অবশ্যই আমাদের সাম্প্রতিক সময়ে দারুণ খেলছিলেন। কিন্তু এই সিরিজে তার ব্যাটিং টেকনিকে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, কোনো এক কারণে। কারণ সে যা-ই করছে, সব কিছুই লেগ সাইডে খেলতে যাচ্ছে। আগে সে লং অন দিয়ে মারত, এখন তার শটগুলো বেশিরভাগই ফাইন লেগ আর স্কয়ার লেগ দিয়ে যাচ্ছে। কিন্তু স্পিনের বিপক্ষে এটা বেশ ঝুঁকিপূর্ণ অপশন। তাই এই জায়গাটায় সে একটু মিস করছে বলে মনে হয়।'

জাকের আগে যেভাবে ব্যাটিং করতেন তা স্পিনারদের বিপক্ষে তাকে বাড়তি সুবিধা দিত। তবে বর্তমান টেকনিকে স্পিনারদের বিপক্ষেই উইকেট দিয়ে আসতে হচ্ছে তাকে। রশিদ খানের বল একেবারেই যেন খেলতে পারছিলেন না তিনি। তাই তার এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বাশার।

তিনি বলেন, 'আমার মনে হয়, জাকের আলী আগে যেমন ব্যাটিং করতেন, সে মূলত মিড অফ, লং অফ আর লং অনের দিকে শট খেলতেন। এতে স্পিনারদের বল পড়তে সুবিধা হতো। কিন্তু যখন একজন বোলার, যেমন রশিদ খান—ওর বোলিং তো অনেক দ্রুত আসে—সেই সময়টা ব্যাটসম্যানের পাওয়া যায় না। তাই সবসময় লেগ সাইডে খেলা একটা ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস অপশন হয়ে যায়।'

আরো পড়ুন: হাবিবুল বাশার