দ্বিতীয় ম্যাচেও হৃদয়কে নিয়ে শঙ্কা

বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচেও হৃদয়কে নিয়ে শঙ্কা
বাংলাদেশের জার্সিতে তাওহীদ হৃদয়
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবারই সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তাওহীদ হৃদয়কে ছাড়া খেলতে হতে পারে বাংলাদেশ দলকে।

ভাইরাল জ্বরের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি হৃদয়। দ্বিতীয় ম্যাচে হৃদয়কে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে হৃদয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল।

টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে, 'নিশ্চিত না (আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হৃদয়ের খেলার ব্যাপারে)। ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং এখনও পুরোপুরি সুস্থ না। তবে দুই দিন আগের বা গতকালের চেয়ে ভালো আছে।'

'সেই সুত্র আরও যোগ করেছে,'মাঠে পৌঁছানোর পরই সিদ্ধান্ত নেব (হৃদয়কে নিয়ে)। আমাদের ফিজিও ওকে পর্যবেক্ষণে রেখেছেন এবং দেবাশীষ (বিসিবির মেডিকেল প্রধান)-এর সঙ্গে আলোচনা করছেন।'

হৃদয়ের নিয়মিত খোঁজ খবর রাখছেন বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি ক্রিকবাজকে জানিয়েছেন হৃদয়ের অবস্থার উন্নতি হয়েছে। তবে শারীরিক দুর্বলতা থাকলে তাকে দ্বিতীয় ম্যাচে খেলানো হবে না।

তিনি বলেছেন, 'আমি ওদের সঙ্গে কথা বলেছি এবং জেনেছি যে (হৃদয়) আগের চেয়ে ভালো আছে। কিন্তু একই সঙ্গে আপনাকে এটা বুঝতে হবে, জ্বর কেটে গেলেও শরীরে দুর্বলতা থাকতে পারে, আর যদি তা হয় তাহলে দ্বিতীয় ম্যাচে সে নাও খেলতে পারে।'

আরো পড়ুন: বাংলাদেশ