২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবে বাংলাদেশ। লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত। পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরে একমাত্র বাংলাদেশই টানা দুই দিনে দুইটা ম্যাচ খেলবে। বাকিদের সবাই প্রতি ম্যাচের আগে অন্তত একদিন বিরতি পাচ্ছে।
সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি:
| তারিখ | ম্যাচ | ভেন্যু | 
| ২০ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | দুবাই | 
| ২১ সেপ্টেম্বর | ভারত-পাকিস্তান | দুবাই | 
| ২৩ সেপ্টেম্বর | পাকিস্তান-শ্রীলঙ্কা | আবুধাবি | 
| ২৪ সেপ্টেম্বর | বাংলাদেশ-ভারত | দুুবাই | 
| ২৫ সেপ্টেম্বর | বাংলাদেশ-পাকিস্তান | দুবাই | 
| ২৬ সেপ্টেম্বর | ভারত-শ্রীলঙ্কা | দুবাই | 
| ২৮ সেপ্টেম্বর | ফাইনাল | দুবাই | 
 
             
                           
           
   
        