বাংলাদেশ নয়, আফগানদের অনেক বেশি এগিয়ে রাখছেন মিসবাহ-মালিকরা

বাংলাদেশ
বাংলাদেশ নয়, সবদিক বিবেচনায় আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন মিসবাহ-মালিকরা
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লিটন দাস আগেই বলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ডু অর ডাই ম্যাচ। হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কা জিতে যাওয়ায় এই ম্যাচটি আসলেই বাংলাদেশের জন্য অস্তিত্ব রক্ষার ম্যাচ। এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচটিতে অবশ্য বাংলাদেশকে ফেভারিট বলছেন না পাকিস্তানের সাবেক কোনো ক্রিকেটার। সাম্প্রতিক ফর্ম, শরীরী ভাষা সবকিছু মিলিয়ে আফগানিস্তানের মাঝেই সম্ভাবনা দেখছেন মিসবাহ উল হক, শোয়েব মালিক ও উমর গুলরা।

মূলত শরীরী ভাষার কারণেই বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে আফগানিস্তান। রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজদের হার না মানা মানসিকতায় মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন মিসবাহ বলেন, 'বাংলাদেশ-আফগানিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স যদি দেখি তাহলে বাংলাদেশকে আরো অনেক ভালো করতে হবে। পেছনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওদের জয়ের প্রতি তাড়না ছিল না। এনার্জি একদম কম ছিল। আফগানিস্তানকে দেখুন, ওরা সব ম্যাচই এমনভাবে খেলে যেন তাদের কাছে এটাই ফাইনাল। দুই দলের শরীরী ভাষাতেই অনেক পার্থক্য আছে।'

মালিক বলেন, 'আফগানিস্তান শরীরী ভাষায় এগিয়ে আছে। আপনার দলের দুই-একজন যদি ফর্মেও না থাকে তাহলেও শরীরী ভাষার কারণে আপনি জিতে যাবেন। আফগানিস্তানের সাথে জিততে হলে বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের শরীরী ভাষা খারাপ, ফিল্ডিং বাজে হচ্ছে, ব্যাটাররা কিছুটা চেষ্টা করছে, কিন্তু ফিল্ডারদের শরীরী ভাষা বেশি খারাপ।'

তবে বাংলাদেশ দলকে জয়ের জন্য বেশ কিছু টোটকা দিয়েছেন মালিক। সাম্প্রতিক সময়ে টস জিতে আগে ব্যাটিং করে বেশ কিছু ম্যাচ জিতেছে আফগানিস্তান। মালিকের পরামর্শ, বাংলাদেশের উচিত টস জিতলেই আগে ব্যাটিং নেয়া।

এ ছাড়া পারফরম্যান্স বের করে আনতে টিম ম্যানেজমেন্ট বা অধিনায়কের প্রতি তার পরামর্শ, পুরো দলের মধ্যে প্রেরণাদায়ক বার্তা ছড়ানোর। আপাতত বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলের ঘাটতি দেখছেন না মালিক।

তিনি বলেন, 'এখানে বাংলাদেশের স্কিল নয়, অনুপ্রাণিত হওয়ার মতো কিছু কথা শোনা দরকার। সেটা অধিনায়ক থেকে আসতে পারে, ম্যানেজমেন্ট থেকে আসতে পারে, সিনিয়র ক্রিকেটারদের থেকে আসতে পারে, তবে এটা আসা খুব জরুরী। কেননা ম্যাচটাই এমন যেটা জিতলে আপনি পরের রাউন্ডে যেতে পারবেন।'

'টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেয়া উচিত। আফগানিস্তান সবসময় যেকোনো কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেয়, ম্যাচ জিতে। আক্রমণাত্মক শুরুর কারণে এটা ওদের শক্তির জায়গা। বাংলাদেশের ওটা নষ্ট করা উচিত। ওদের আত্মবিশ্বাস দিয়ে লাভ কী?'

এদিকে আফগানিস্তানকে অদম্য মানসিকতার জন্য এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক পেসার গুল। যেকোনো দলের বিপক্ষে রশিদ-নুরদের লড়াকু মনোভাবে মুগ্ধ হয়েছেন তিনি। এ কারণেই বাংলাদেশকে সতর্ক করছেন গুল।

তিনি বলেন, 'বাংলাদেশে সবাই রান করছে না। লিটন করছে, কিন্তু উপরে নিচে বাকিরা না। জাকের ভালো খেললেও আপনি সেটাকে দারুণ কিছু বলার সুযোগ নেই। কিন্তু আফগানিস্তানের সবাই ফর্মে আছে। গুরবাজ সেভাবে খেলছে না, কিন্তু বাকিরা ভালো ছন্দে আছে।'

'মাইন্ডসেট আর আত্মবিশ্বাস হিসেব করলে আফগানিস্তান অনেক এগিয়ে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ- যাদের সাথেই এরা খেলুক না কেন এরা শুধু লড়াই করতে চায় না, জিতে ফিরে আসতে চায়। এই জায়গায় ওরা অনেক এগিয়ে।'

আরো পড়ুন: মিসবাহ উল হক