এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের হার বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন করে দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যচে এখন শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের দিকেও। শ্রীলঙ্কা পরবর্তী ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলে তাদের পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।
ফলে কঠিন সমীকরণের মুখে পড়তে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হারলেও পরের রাউন্ডে যাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। ম্যাচ শেষে জাকের আলী জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপে খেলতে এসেছেন। তাই এই মানসিকতা থেকে পিছ পা হচ্ছেন না তারা।
জাকের বলেন, 'আশা ছাড়ার কোন প্রশ্নই আসে না। আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। আমরা তো টুর্নামেন্ট স্রেফ ম্যাচ খেলার জন্য আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে এটা আশা হারিয়ে ফেলা যাবে না।'
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোন রান না তুলেই হারিয়ে ফেলে দুই উইকেট। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যায়। পরে জাকের আর শামীম পাটোয়ারি লড়াই করে বাংলাদেশকে ১৩৯ রানের সংগ্রহ এনে দেন। পরবর্তী ম্যাচে দলের ব্যাটারদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জাকের।
তিনি বলেন, 'আমি মনে করি যে, ওপেনিং আর তিন নম্বর ব্যাটিং পজিশন আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের মাথায় আছে। খেলোয়াড়দের অবশ্যই এসব বিষয়ে সতর্ক হতে হবে। পাওয়ারপ্লেতে খেলা মানে এই নয় যে, প্রতিটি বলেই চার বা ছক্কা মারতে হবে। ‘ড্রপ অ্যান্ড রান’ ধরনের ছোট ছোট রান নেওয়ার বিষয়গুলোও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত, ওরা এসব বিষয় নিয়ে ভাববে এবং পরের ম্যাচে অবশ্যই ভালো কিছু করবে।'