মেলবোর্নের কাছেও হারলেন সোহান-নাইমরা

বাংলাদেশ
মেলবোর্নের কাছেও হারলেন সোহান-নাইমরা
নর্দার্ন টেরিটরি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিততে শেষ ২৪ বলে মেলবোর্ন স্টারস একাডেমির প্রয়োজন ছিল ৩৭ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণের সময় তোফায়েল আহমেদের হাতে বল তুলে দেন ‍নুরুল হাসান সোহান। নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেয়া ডানহাতি এই পেসার সেই ওভারে ২ ছক্কা ও এক চারে দিয়েছেন ২২ রান। তোফায়েলের সেই ওভারেই বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। পরের ওভারে ৬১ রানের ইনিংস খেলা মার্লোকে হাসান মাহমুদ ফেরালেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্লোর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন। পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় হার। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেলবোর্নকে ভালো শুরু এনে দেন থমাস রজার্স ও স্যাম হার্পার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে ৩৪ রান যোগ করেন। ১২ বলে ১১ রানের ইনিংস খেলা রজার্সকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। ডানহাতি পেসারের বাউন্সারে পুল করে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ক্যাম্পবেল কেল্লাওয়ে। তাকে ফেরান রাকিবুল হাসান।

বাঁহাতি স্পিনারের বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়েছেন ৭ বলে ৮ রান করা এই ব্যাটার। মেলবোর্নের রান পঞ্চাশ ছাড়িয়ে যাওয়ার পর আউট হয়েছেন হার্পারও। রাকিবুলের গুড লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলা ডানহাতি এই ওপেনার। পরের ওভারে আউট হয়েছেন লিয়াম ব্ল্যাকফোর্ডও।

বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন সাইফ হাসান। দ্রুত ফিরেছেন ব্লেক ম্যাকডোনাল্ড ও হামিশ ম্যাকেঞ্জিও। তবে অন্যপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মার্লো। ৩৩ বলে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে। ক্রিস্টিয়ান হাউ ও আরিয়ান শর্মা মিলে মেলবোর্নের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন হাসান ও রাকিবুল।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। নাইম শেখ ও জিসান আলম মিলে দেখেশুনে ব্যাটিং করলেও একটু পাওয়ার প্লে শেষের আগেই উইকেট হারায় সফরকারীরা। দারুণ ছন্দে থাকলেও মেলবোর্নের বিপক্ষে ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন জিসান। একটু পর ফিরেছেন নাইমও। দলের রান পঞ্চাশ ছুঁতেই আউট হয়েছেন ২১ বলে ১৯ রানের ইনিংস খেলা এই ওপেনার।

পরের বলে ফিরেছেন আফিফ হোসেনও। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ছন্দে থাকলেও মেলবোর্নের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি। পরবর্তীতে জুটি গড়ে তোলেন সাইফ ও সোহান। তারা দুজনে মিলে ৬৩ রান যোগ করেন। ২৭ বলে ৩৩ রান করা সোহানের বিদায়ে ভাঙে জুটি। হাফ সেঞ্চুরির আগে ৪৫ রান করে আউট হয়েছেন সাইফও। শেষ পর্যন্ত ইয়াসির আলী রাব্বির১৭ বলে ২৯ রানের ক্যামিওতে ১৫৬ রান তোলে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল— ১৫৬/৮ (২০ ওভার) (নাইম ১৯, জিসান ১৩, আফিফ ০, সাইফ ৪৫, সোহান ৩৩, রাব্বি ২৯)

মেলবোর্ন স্টারস একাডেমি— ১৫৭/৭ (১৯.২ ওভার) (হার্পার, মের্লো ৬১; হাসান ২/২১, রাকিবুল ২/২৩)

আরো পড়ুন: বাংলাদেশ ‘এ’ দল