ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছেও বাংলাদেশের হার

বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছেও বাংলাদেশের হার
নর্দার্ন টেরিটোরি ক্রিকেট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেছিলেন আফিফ হোসেন। বাঁহাতি ব্যাটারের ৪৯ বলে ৪২ রানের লড়াকু ইনিংসেই একশ পেরিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। তবে পার্থ স্কচার্সের বিপক্ষে জয় পেতে এমন পুঁজি একেবারেই যথেষ্ট ছিল না। নাঈম হাসান ও রাকিবুল হাসানরা দুইটি করে উইকেট নিলেও বাংলাদেশকে জেতাতে পারেননি। ট্যাগি উইলি, জোয়েল কার্টিস, ম্যাথু স্পোর্সের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পার্থ। এ নিয়ে তিন ম্যাচ খেলে দুইটিতে হারলেন নুরুল হাসান সোহানরা।

ডারউইনে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পার্থ। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন বাক্সার হোল্ট। ২ বলে ১ রানের বেশি করতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলার চেষ্টা করেন জেইডেন গুডউইন ও ট্যাগি উইলি। পাওয়ার প্লে শেষের আগেই তাদের দুজনের জুটি ভাঙেন রাকিবুল হাসান।

বাঁহাতি স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে অন সাইডে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৭ বলে ১৭ রান করা গুডউইল। একটু পর আউট হয়েছেন স্যাম ফ্যানিও। পার্থের অধিনায়কের উইকেট নিয়েছেন রাকিবুল। বাঁহাতি এই স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন ৩ রান করা ফ্যানিং। জোয়েল কার্টিসকে নিয়ে পার্থকে এগিয়ে নিতে থাকেন উইলি।

যদিও ডানহাতি এই ব্যাটারকে হাফ সেঞ্চুরি পেতে দেননি নাঈম হাসান। বাংলাদেশের এই অফ স্পিনারের বলে ইন সাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ২৮ বলে ৩১ রান করা উইলি। নিক হবসনও আউট হয়েছেন দ্রুতই। তবে কার্টিস ৩৪ বলে অপরাজিত ৪৪ ও ম্যাথু স্পোর্স ১৬ বলে ২৪ রান করে পার্থের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও নাঈম।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ৬ বলে ৫ রান করা নাইম শেখ। পরের ওভারে আউট হয়েছেন সাইফ হাসানও। ডানহাতি ব্যাটার করেছেন ২ বলে ১ রান। আগের ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা জিসান আলম অবশ্য পার্থের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। আলবার্ট ইস্টারহুইজেনের বলে ফেরার আগে ১৩ বলে ৯ রান করেছেন।

পাওয়ার প্লে শেষে ফিরেছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। ১১ বলে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সোহান ও আফিফ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি বড় হয়নি। ১৬ বলে ১৪ রান করা বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন স্পোর্স। দ্রুতই ফিরে গেছেন তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও নাঈম।

সবার আসা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন আফিফ। নেপালের বিপক্ষেও দুর্দান্ত এক ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার চারটি চারে ৪৯ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আফিফের ব্যাটেই শেষ পর্যন্ত ১২৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। পার্থের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ব্রাইস জ্যাকসন। এ ছাড়া ইস্টারহুইজেন দুইটি উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল— ১২৩/৯ (২০ ওভার) (আফিফ ৪২*, রাকিবুল ১৬, সোহান ১৪, মৃত্যুঞ্জয় ১৪; জ্যাকসন ৩/৪৫, ইস্টারহুইজেন ২/২১ )

পার্থ স্কচার্স— ১২৬/৫ (১৮ ওভার) (গুডউইন ১৭, উইলি ৩১, কার্টিস ৪৪*, স্পোর্স ২৪*; রাকিবুল ২/১৮, নাঈম ২/৩১)

আরো পড়ুন: বাংলাদেশ ‘এ’ দল