ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছেও বাংলাদেশের হার
ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেছিলেন আফিফ হোসেন। বাঁহাতি ব্যাটারের ৪৯ বলে ৪২ রানের লড়াকু ইনিংসেই একশ পেরিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। তবে পার্থ স্কচার্সের বিপক্ষে জয় পেতে এমন পুঁজি একেবারেই যথেষ্ট ছিল না। নাঈম হাসান ও রাকিবুল হাসানরা দুইটি করে উইকেট নিলেও বাংলাদেশকে জেতাতে পারেননি। ট্যাগি উইলি, জোয়েল কার্টিস, ম্যাথু স্পোর্সের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পার্থ। এ নিয়ে তিন ম্যাচ খেলে দুইটিতে হারলেন নুরুল হাসান সোহানরা।