অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের অধিনায়ক অঙ্কন

বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের অধিনায়ক অঙ্কন, স্কোয়াডে জয়-হাসানরা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সাদা পোশাকের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্ব সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন হাসান মাহমুদ, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়রা।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ আসরে বরিশাল বিভাগের হয়ে ৭ ম্যাচে ৪৩.৩০ গড়ে ৫৬৩ রান করেছিলেন ইফতেখার রহমান ইফতি। একটা সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিও ছিল বাঁহাতি এই ব্যাটারের। এমন পারফরম্যান্সের পর সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন ইফতি।

অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন ‘এ’ দলের জার্সিতে। এনসিএলে ব্যাট হাতে আলো ছড়ানো অমিত হাসানও আছেন স্কোয়াডে। গত মৌসুমে সিলেট বিভাগের হয়ে ৭৮.৫০ গড়ে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৮৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। বাকি তিন ইনিংসে করেছিলেন সর্বোচ্চ ২৫ রান।

২০২৬ সালের আগষ্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে বিসিবি। জাতীয় দলের হয়ে টেস্ট খেলা হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান ও অঙ্কনকে রাখা হয়েছে ‘এ’ দলের স্কোয়াডে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, হাসান মুরাদ, আনামুল হক, অমিত হাসানদের মতো ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে। চলতি মাসের ২৮ আগষ্ট ডারউইনে অনুষ্ঠিত হবে একমাত্র চার দিনের ম্যাচ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই ডারউইনে আছেন। বাকিরা দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে।

বাংলাদেশ ‘এ’ দল— মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

আরো পড়ুন: বাংলাদেশ ‘এ’ দল