অজিদের এই জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। এই অলরাউন্ডারের ব্যাটেই জয় তুলে নিয়েছে অজিরা। এর মধ্যে দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টানা ৬ সিরিজে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭২ রান।
ব্যাট হাতে প্রোটিয়াদের সবচেয়ে সফল ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। আগের ম্যাচে সেঞ্চুরির পর আজও ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২৬ বলে করেছেন ৫৩ রান, যেখানে ছিল ছয়টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে রসি ফন ডার ডাসেনের ব্যাট থেকে। তিনি অপরাজিত ৩৮ রান করেন ২৬ বলে।
শেষদিকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি ডাসেনকে। নাহলে প্রোটিয়াদের সংগ্রহ আরও বাড়তে পারত। অজি বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা নেন দুটি করে উইকেট। আর ৩টি উইকেট নিয়েছেন ন্যাথান এলিস।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত সূচনা এনে দেন অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে এই দুজন ৮ ওভারে যোগ করেন ৬৬ রান। মার্শ খেলেন ৩৭ বলে ৫৪ রানের ইনিংস, তার ইনিংস জুড়ে ছিল ৫টি ছক্কা। তবে এরপর অল্প সময়ের মধ্যেই টপ অর্ডারের কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
এক পর্যায়ে ১২২ রানে ৬ উইকেট হারালে ম্যাচ প্রোটিয়াদের দিকে হেলে যাচ্ছিল। কিন্তু তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন ম্যাক্সওয়েল। হেডকে নিয়ে ১৪ বলে ৩২ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। আর তাতেই ম্যাচে ফেরে অজিরা। হেড ১৯ রান করে আউট হলেও ৩৬ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ম্যাক্সওয়েল।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ রান, শেষ ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপ করে ৪ মেরে ১ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন ম্যাক্সওয়েল। সাউথ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন করবিন বশ। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কিউনা মাফাকা। আর একটি উইকেট গেছে এইডেন মার্করামের ঝুলিতে। এখন দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সিরিজের প্রথম ম্যাচ হবে ১৯ আগস্ট, কেয়ার্নসে।