‘স্মার্ট ক্রিকেট’ খেললে পাকিস্তান সিরিজও জিতবে বাংলাদেশ, প্রত্যাশা লিটনের

ছবি: লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতে। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কাকে মাত্র ১৩২ রানে থামিয়ে দেন বাংলাদেশি বোলাররা। এরপর জবাবে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের দাপুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’
২ ঘন্টা আগে
একটি চার ও ছয় ছক্কার মারে ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তানজিদ। তার এই ইনিংসেই ২১ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা। সিরিজ শেষে বাংলাদেশ দল এখন দেশে ফিরছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা মিরপুরে। এরপর সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। বড় মঞ্চে চোখ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেটি বসবে ভারত ও শ্রীলঙ্কায়। ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না লিটন।

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান
২৮ মিনিট আগে
আপাতত পাকিস্তান সিরিজ নিয়েই পরিকল্পনা করছেন এই অধিনায়ক, 'ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না। কারণ পাকিস্তান দলে অনেক ভালো ভ্যারাইটি আছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে, তারা কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে দুই পক্ষের জন্যই। আমি আশাবাদী, আমার টিম স্মার্ট ক্রিকেট খেললে জিততে পারব।'
তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দলের ভালো ব্যাটিংয়ের নিশ্চয়তা দিচ্ছেন না লিটন। মূলত ঢাকার বৈরি আবহাওয়ার কারণে উইকেট কেমন হবে তা নিয়ে এখন থেকেই চিন্তায় টাইগার অধিনায়ক।
লিটন আরও বলেন, 'আপনাকে এটাও বুঝতে হবে পাকিস্তান সিরিজের খেলা মিরপুরে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে। কারণ আমি যতটা জানি ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সুতরাং বৃষ্টি হলে একটা উইকেটে কতটা কঠিন হতে পারে ব্যাটিংয়ের জন্য। ভালো ক্রিকেট খেলার চেষ্টা। ব্যাটাররা ফেইল হলেও হতেই পারে।'