promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই হাসারাঙ্গা

লিটন দাসের উইকেট নিয়ে হাওয়ায় ভাসছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইল ফটো
বল হাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফর্মার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই চোট পেলেন দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডে খেলার সময় ডান পায়ের চোটে পড়েছেন তিনি।

promotional_ad

সেটাই তাকে টি-টোয়েন্টি থেকে ছিটকে দিয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে এই লেগ স্পিন বোলিং অলরাউন্ডারকে পাচ্ছে না শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে ব্যাটিং করার সময় ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা।


আরো পড়ুন

হাসারাঙ্গাকে সামলানোর উপায় খুঁজে পেয়েছে বাংলাদেশ

৪ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

তিন ম্যাচে ব্যাট হাতে ৫৩ রান করলেও বল হাতে হাসারাঙ্গা নেন ৯ উইকেট। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজটি জিতে নেয় স্বাগতিকরা। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য হাসারাঙ্গার বদলি খেলোয়াড় নেয়া হয়নি।


promotional_ad

বরং এই অলরাউন্ডারকে কলম্বোয় ফিরিয়ে নেয়া হচ্ছে। সেখানে হাই পারফরম্যান্স সেন্টারে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। নতুন করে সাজানো শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্বে আছেন চারিথ আসালাঙ্কা।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে মিস করবেন আসালাঙ্কা

২০ মিনিট আগে
বোলিংয়ের সময় চারিথ আসালাঙ্কা, ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) একটি বিবৃতি বলেছে, 'হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডিতেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। তার স্পেলে রেকর্ড ভেঙে ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। যদিও তিনি থাকছেন না। দলে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। হাসারাঙ্গা কলম্বোয় ফিরে ফিজিও এবং ট্রেনারদের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে।'


শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, জেফরি ভেন্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো এবং ঈশান মালিঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball