টপ এন্ড টি–টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ

ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও টপ অ্যান্ড টি–টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ নেই। গ্রুপ পর্বে প্রতিটি দলই ৬টি করে ম্যাচ খেলবে।
তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
৬ ঘন্টা আগে
বিসিবির প্রতিনিধিরা খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আগামী ১৪ আগষ্টে পর্দা উঠবে টপ এন্ড টি–টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

<img src ='/public/storage/inside_article/images/y1g63ij61.jpg'>
১৬ আগষ্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। পরদিন অর্থাৎ ১৭ আগষ্ট বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯ আগষ্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১ আগষ্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা)।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিনিধিদের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলতে নামবে তারা। পয়েন্ট টেবিলের সেরা চার দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেরা চার পেরিয়ে আসা সেরা দুই দল ফাইনাল খেলবে ২৪ আগষ্ট।