র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন শান্ত-মুশফিক

বাংলাদেশ
র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, পেছালেন শান্ত-মুশফিক
উইকেট নেয়ার পর তাইজুলের উদযাপন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হয়েছে ১-০ ব্যবধানে। তবে এই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার তাই উন্নতি করেছেন টেস্টের বোলারদের র‍্যাঙ্কিংয়েও। দুই ধাপ এগিয়েছেন তিনি।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ১৩১ রানে ৫ উইকেট নেন তাইজুল। এ নিয়ে ক্যারিয়ারে ১৭তমবার তিনি পাঁচ বা ততোধিক উইকেকেট শিকার করেছেন। আর তাতেই ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা অবস্থান।

এর আগে ২০২৩ সালে ১৫ নম্বরে উঠেছিলেন বাংলাদেশের এই স্পিনার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পারফরম্যান্সের ছাপ পড়েছে। পিছিয়েছেন বাংলাদেশের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মুশফিক কলম্বোতে ৩৫ ও ২৬ রানের ইনিংস খেলে আউট হয়েছেন।

তাতেই এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে পিছিয়েছেন মুশফিক। আর শান্ত ৮ ও ১৯ রান করে ফেরেন। তিনি পাঁচ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে আছেন শান্ত। বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। ১৪ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন এই ওপেনার।

লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে ৯৩ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন দীনেশ চান্দিমাল। টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন জো রুট, দুইয়ে হ্যারি ব্রুক।

পরের তিনটি স্থানে যথাক্রমে কেন উইলিয়ামসন, ইয়াশভি জয়সাওয়াল ও স্টিভেন স্মিথ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো প্রথম তিনটি স্থানে আছেন জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রবীন্দ্র জাদেজা আর দুই নম্বরে মেহেদী হাসান মিরাজ।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিং