‘ইউএইতে সিরিজ হেরে মনোবল দুর্দান্ত হয়েছে খেলোয়াড়দের’

বাংলাদেশ
‘ইউএইতে সিরিজ হেরে মনোবল দুর্দান্ত হয়েছে খেলোয়াড়দের’
গণমাধ্যমে কথা বলছেন ফিল সিমন্স, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে পাকিস্তান সফরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ২-১ ব্যবধানে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই অপেক্ষা করছে আরো কঠিন চ্যালেঞ্জ। যদিও পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজের আগে মনোবল দুর্দান্ত অবস্থায় আছে টাইগারদের। এমনটাই জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

২৮ মে শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে সোমবার প্রথমবারের মতো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আরব আমিরাত সফরের শুরুটা দুর্বল পারফরম্যান্স দিয়ে হলেও পাকিস্তানে নতুন শুরুর আশায় প্রস্তুত লিটন দাসের নেতৃত্বাধীন দল।

সিমন্স বলেন, ‘ইউএতে সিরিজ হারানো কঠিন ছিল, কিন্তু মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে, তাই আশা করা যাক এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত হয়েছে।’

পাকিস্তানের কন্ডিশন, অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ—সব মিলিয়ে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। তবে দলের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী, 'আমি মনে করি সিরিজ জেতার একটা বড় সুযোগ সবসময়ই থাকে। আমার মনে হয় এটা আমাদের সেরাটা খেলার সময়।'

তিনি আরও বলেন, 'পাকিস্তানে আমার সব সোনালী স্মৃতি আছে, এখানে খেলে, আমি পাকিস্তান উপভোগ করেছি। তুমি বারবার বলছো যে পাকিস্তান ভালো করছে না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।'

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরাজয় বাংলাদেশের জন্য ছিল একটি সতর্ক সংকেত। এই পরাজয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার, যেখানে কোনো সংস্করণেই আমিরাতের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। তবে এটিকেও আত্মবিশ্বাস অর্জনের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: ফিল সিমন্স