promotional_ad

আশিকুরের সেঞ্চুরির পর দিপুর দৃঢ়তায় বাংলাদেশের দিন

ছক্কা মেরে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি, বিসিবি
শেপো এনটুলির দ্বিতীয় বলেই লং অফের উপর দিয়ে চার মেরে ৯৭ রানে পৌঁছে গেলেন আশিকুর রহমান শিবলী। পরের বলে নিয়েছেন সিঙ্গেল। একই ওভারে আশিকুরকে স্ট্রাইক দিলেন শাহাদাত হোসেন দিপু। ৯৮ রানে অপরাজিত থাকা আশিকুরকে ফেরাতে ফাঁদে ফেলার চেষ্টা করলেন এনটুলি। তবে ডানহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মেরে ১৩৪ বলে তুলে নিলেন সেঞ্চুরি। একশ ছোঁয়ার পর ডানহাতি ওপেনার আউট হয়েছেন ১০৪ রানে। আশিকুরের এমন ব্যাটিংয়ের দিনে ১২১ বলে ৪২ রান করেছেন দিপু। তাদের ব্যাটেই প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল।

promotional_ad

চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন আশিকুর ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের উদ্বোধনী জুটির বেশিরভাগ রানই এসেছে আশিকুরের ব্যাট থেকে। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। অন্যপ্রান্তে রিজওয়ান ছিলেন ধীরগতির। তাদের দুজনের ব্যাটে নবম ওভারে পঞ্চাশ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ ইমার্জিং।


আরো পড়ুন

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে পরিবর্তন

১৯ মে ২৫
ফাইল ছবি

আশিকুর ও রিজওয়ানের ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের ১৪তম ওভারে। এনটুলির নিচু হওয়া ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন রিজওয়ান। ধুঁকতে থাকা ডানহাতি ওপেনার ফেরেন ৪৩ বলে ১২ রান করে। একটু পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন আশিকুর। এনটুলিকে চার মেরে ৪৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি।


promotional_ad

রিজওয়ান ফেরার পর আইচ মোল্লার সঙ্গে জুটি গড়ে তোলেন আশিকুর। তারা দুজনে মিলে যোগ করেন ৬৮ রান। আইচের বিদায়ে ভাঙে তাদের জুটিও। মাইকেল ভ্যান ভারেনের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৫৩ বলে ২৪ রান করা আইচ। দুই উইকেট হারানোর পর আশিকুরকে সঙ্গ দেন দিপু। বাংলাদেশের অধিনায়ক এদিন শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করছিলেন। অন্যপ্রান্তে থাকা আশিকুর নিজের স্বাভাবিক ব্যাটিংই করে যাচ্ছিলেন। এনটুলিকে ছক্কা মেরে ১৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন আশিকুর।


সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দিপুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। দিনের সেরা ব্যাটার আউট হয়েছেন ১০৪ রানের ইনিংস খেলে। সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। আন্দিলে সিমোনের বলে আরিফুল ফিরেছেন ৩ রানে। শেষ বিকেলে বাংলাদেশকে আর উইকেট হারাতে দেননি দিপু ও প্রীতম কুমার। তারা দুজনে মিলে ৫৮ রান যোগ করেন। দিন শেষে দিপু ৪২ ও প্রীতম ৩১ রানে অপরাজিত। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৭০ ওভার।


সংক্ষিপ্ত স্কোর—


বাংলাদেশ ইমার্জিং দল— ২৩৩/৪ (৭০ ওভার) (আশিকুর ১০৪, আইচ ২৪, রিজওয়ান ১২, দিপু ৪২*, প্রীতম ৩১*; সিমোনে ১/২১, ভারেন ১/৪২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball