৩ ম্যাচের পাকিস্তান সফর, সব ম্যাচ লাহোরে

বাংলাদেশ
৩ ম্যাচের পাকিস্তান সফর, সব ম্যাচ লাহোরে
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আপাতত হচ্ছে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটারদের চাওয়ায় তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজটি। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে এমন সিদ্ধান্তে সম্মতি দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফরটি নিয়ে নিশ্চিত ছিলেন। তবে দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও আলোর মুখ দেখতে শুরু করে সিরিজটি। প্রাথমিকভাবে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজটিও পেছাতে হচ্ছে পিসিবিকে।

২৫ মে লাহোরে হবে পিএসএলের স্থগিত হওয়া আসরের ফাইনাল। নতুন সূচিতে ২৭ মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ সিরিজ। এমনটা হলে শ্রীলঙ্কা সফরের আগে বিশ্রামের সুযোগ পাবেন না লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। যার ফলে আলোচনা শুরু হওয়া পাঁচ ম্যাচকে তিন ম্যাচে নামিয়ে আনার। সরকারের অনুমতি পেয়ে পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।

যার অংশ হিসেবে ১৯ মে শারজাহতে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন ফারুক। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তাদের বৈঠকেই চূড়ান্ত হয়েছে তিন ম্যাচের সিরিজটি। তবে কবে নাগাদ সিরিজ শুরু হবে এবং বাংলাদেশই বা কবে পাকিস্তানে পা রাখবে তা এখনো চূড়ান্ত করা করা হয়নি।

ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগামী ২৭, ২৯ ও ৩১ মে হবে সিরিজটি। সবগুলো ম্যাচই হতে পারে লাহোরে। সেখানেই পিএসএলের ফাইনাল হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের জন্যও কাজটা সহজ হবে। দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সব জানাবে বিসিবি ও পিসিবি।

আরো পড়ুন: বাংলাদেশ