শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই: সালাহউদ্দিন

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে নতুন ধরনের ক্রিকেটের বার্তা দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঠে এর বিন্দুমাত্র প্রতিফলন দেখা যায়নি। আগে ব্যাট করে মাত্র ১৯১ রানে অল আউট হয়েছে টাইগাররা। জবাবে খেলতে নেমে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

promotional_ad

সফরকারীদের কাছে অসহায় আত্মসমর্পনের কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের কাছেও। তিনি জানিয়েছেন দেশের ক্রিকেটের স্ট্রাকচার ঠিক না হলে জাতীয় দলেও এর প্রভাব পড়ে। এমনটাই হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রেও।


আরো পড়ুন

উইনিং কম্বিনেশন ভাঙার ইঙ্গিত সালাহউদ্দিনের

১৫ জুলাই ২৫
অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সালাহউদ্দিন (মাঝে), ক্রিকফ্রেঞ্জি

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেছেন, ‘আপনাদেরকে একটা কথা বলি। ধরেন, একটা দেশের অর্থনীতি খুব শক্তিশালী। তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন।? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট লাগবে ভালো, ভালো মানুষ লাগবে। সবকিছুই লাগবে।’


promotional_ad

এই সিরিজের দলে আছেন সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। তিনি মাত্র ৪ রান করে দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। তার বিষয়েও প্রশ্ন করা হয়েছিল সালাহউদ্দিনকে। তিনি মুশফিকের বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি জানিয়েছেন ক্রিকেটারদের চেষ্টার কোনো কমতি ছিল না। তিনি উল্টো দেশের ক্রিকেটের স্ট্রাকচার নিয়ে বড় প্রশ্ন তুলেছেন।


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

১৯ জুলাই ২৫
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

সালাহউদ্দিন বলেছেন, ‘আমাকে যদি বলেন প্লেয়াররা ভালো করার চেষ্টা করছে না, এটা ভুল। কারণ আমি কাছে থেকে দেখছি। তাদের সেই চেষ্টা আছে। কিন্তু এটার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। একাডেমিগুলোতে কী ফ্যাসিলিটিস আছে? একটা দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায়, ক্রিকেটও সেভাবে এগোয়। শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই।’


জিম্বাবুয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগীতায় নেই। এমনকি বিশ্বকাপও খেলার সুযোগ হয় না তাদের। তাদের সঙ্গেই বাংলাদেশের মলিন পারফরম্যান্স বাংলাদেশের উন্নতির ধারাকে প্রশ্নবিদ্ধ করেছে। সালাউদ্দিনের ইঙ্গিত দেশের ক্রিকেট কাঠামোর দিকেই। দ্রুত ভালো করার চেষ্টার বিকল্প দেখছেন না তিনি।


সালাহউদ্দিনের ভাষ্য, ‘শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না। আরও অনেক কিছুই লাগে। যা আপনাদের সামনে আমি বলতে পারব না। উচিতও না বলা। দ্রুত ভালো করতে হবে। কারণ, একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball