promotional_ad

বিটিভিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ, ৫০ টাকায় পাওয়া যাবে টিকিট

ফাইল ছবি
আবাহনী-মোহামেডান ক্লাসিকোর আগে জিম্বাবুয়ে সিরিজ নিয়েও কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। রেকর্ড, পরিসংখ্যান কিংবা র‌্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক থাকলেও জিম্বাবুয়েকে একেবারেই হালকাভাবে নিতে চায় না স্বাগতিকরা। বাংলাদেশের অধিনায়ক তাই সেদিন জোর গলায় বলেছিলেন, ‘আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা।’

promotional_ad

শান্ত ভাগ করতে না চাইলেও ভাগ হয়ে গেছে বাস্তবতায়। সবশেষ কয়েক বছরে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে টি-স্পোর্টস ও জিটিভি। তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের সঙ্গে।


আরো পড়ুন

‘খেললেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’

৫৩ মিনিট আগে
অনুশীলনে নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

এমন অবস্থায় জিম্বাবুয়ে সিরিজের আগে ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও কোনো দরপত্র পায়নি দেশের ক্রিকেট বোর্ড। ফলে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি।


promotional_ad

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে মানুষের আগ্রহ না থাকায় ব্যবসায়িক ভাবনায় কেউই দরপত্র জমা দেয়নি বলে ধারণা করছেন অনেকে। এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি। পুরো সিরিজই সম্প্রচার করবে বিটিভি। এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা।


আরো পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়েকে একই কাতারে রাখছেন উইলিয়ামস

২২ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে শন উইলিয়ামস, ক্রিকফ্রেঞ্জি

২০ এপ্রিল থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া প্রথম টেস্টের আগে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে চাইলে ৫০ টাকায় একদিনের খেলা দেখতে পারবেন দর্শকরা। মাত্র ৫০ টাকা মূল্য ধরা হয়েছে শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ার।


সবচেয়ে বেশি ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) ১৫০ টাকা এবং ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে খরচ হবে ২৫০ টাকা। ১৯ এপ্রিল স্টেডিয়াম গেইটের কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এ ছাড়া মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চেও টিকিট পাওয়া যাবে। যদিও সেটা রবিবার থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball