ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তানের নারী দল

বাংলাদেশ
ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তানের নারী দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের পুরো সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ৩০ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে এবং সেদিনই কক্সবাজারে যাত্রা করবে। পরের দুই দিন, ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে।

৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। একই ভেন্যুতে ৬ ডিসেম্বর আরেকটি অনুশীলন সেশন নির্ধারিত আছে।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। টানা ম্যাচের পর ৮ ডিসেম্বর দিনটি বিশ্রামের জন্য রাখা হয়েছে। ৯ ডিসেম্বর পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর।

পাঁচ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ

দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। ১৩ ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী