জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, স্পিন বোলিং কোচের দায়িত্বে সোহেল

ছবি: জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, স্পিন বোলিং কোচের দায়িত্বে সোহেল

বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও পাকিস্তানের কিংবদন্তি কোচ মুশতাক থাকছেন না আসন্ন হোম সিরিজে। চুক্তি অনুযায়ী মোট ১৩০ দিন কাজ করার কথা তার। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সিরিজ হওয়ায় মুশতাককে তাই আর কাজে লাগাতে চাইছে না বিসিবি।
সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি
৩ মার্চ ২৫
আর বিকল্প হিসেবে যারপরনাই উঠে এসেছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সোহেলের নাম। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র। জাতীয় দলে অবশ্য এবারই প্রথমবার কাজ করছেন না সোহেল।

এর আগে ২০২১ সালে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্যানিয়েল ভেট্টরির পরিবর্তে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব সামলান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় নিয়মিতই কোচিং করতে দেখা গেছে তাকে।
এদিকে গত বছরের এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন সাবেক এই লেগ স্পিন কিংবদন্তি। তার অধীনে নিয়মিত দেশে এবং দেশের বাইরে পারফর্মও করছেন বাংলাদেশের স্পিনাররা।
৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এ ছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।