promotional_ad

জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, স্পিন বোলিং কোচের দায়িত্বে সোহেল

জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, স্পিন বোলিং কোচের দায়িত্বে সোহেল
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সোহেল ইসলাম। পাকিস্তানের লেগ স্পিন কিংবদন্তি মুশতাক আহমেদকে জিম্বাবুয়ে সিরিজে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

promotional_ad

বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও পাকিস্তানের কিংবদন্তি কোচ মুশতাক থাকছেন না আসন্ন হোম সিরিজে। চুক্তি অনুযায়ী মোট ১৩০ দিন কাজ করার কথা তার। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সিরিজ হওয়ায় মুশতাককে তাই আর কাজে লাগাতে চাইছে না বিসিবি।


আরো পড়ুন

সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি

৩ মার্চ ২৫
ফিল সিমন্স ও মুশতাক আহমেদ, বিসিবি

আর বিকল্প হিসেবে যারপরনাই উঠে এসেছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সোহেলের নাম। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র। জাতীয় দলে অবশ্য এবারই প্রথমবার কাজ করছেন না সোহেল।


promotional_ad

এর আগে ২০২১ সালে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্যানিয়েল ভেট্টরির পরিবর্তে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব সামলান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় নিয়মিতই কোচিং করতে দেখা গেছে তাকে।


এদিকে গত বছরের এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন সাবেক এই লেগ স্পিন কিংবদন্তি। তার অধীনে নিয়মিত দেশে এবং দেশের বাইরে পারফর্মও করছেন বাংলাদেশের স্পিনাররা।


৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এ ছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball