টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

ছবি: সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

সিরিজের প্রথম টেস্টে লিটন দাস ও তাসকিন আহমেদকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ। তাসকিন পায়ের চোটে ভুগছেন। আর লিটন দাস পাকিস্তান সুপার লিগে খেলতে গেছেন। ফলে সিরিজের প্রথম টেস্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছে।
ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ
১ ঘন্টা আগে
এদিকে টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন। এবার তিনি ডাক পেলেন প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে।

২০২৪ সালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলেও লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা।
দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে
২ ঘন্টা আগে
বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।