চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সুযোগ বেশি: পন্টিং

ছবি: রিকি পন্টিং ও বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুযোগ কতটুকু তা নিয়ে অনেকেই কাঁটা ছেঁড়া করছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না তিনি। এমনকি মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে বলেও কটাক্ষ করেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং
২২ ফেব্রুয়ারি ২৫
আইসিসির প্রকাশিত এক ভিডিওতে পন্টিং বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কঠিন সময় যাবে। আমার মনে হয় অন্য দলগুলোর সঙ্গে কোয়ালিটি বিচারে বাংলাদেশ পিছিয়ে থাকবে। তারা নিজেদের কন্ডিশনে সব সময়ই ভয়ঙ্কর দল। আমার মনে হয় না তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সুবিধা পাবে। এমনকি বাংলাদেশের চেয়ে ভালো সুযোগ আছে আফগানিস্তানের।'

বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত ১২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে তারা। বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়াই বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানকেই ভেন্যু রাখা হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইতেই।