শিরোপাতে চোখ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ

ছবি: অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে সিমন্স, ক্রিকফ্রেঞ্জি

এবার সেমি ফাইনালের বাধা উৎরে শিরোপা জেতায় চোখ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি মনে করেন শিরোপা জেতার বিশ্বাস না থাকলে বাংলাদেশ এই অবস্থানেই থাকত না। সম্ভাব্য সেরা প্রস্ততি নিয়েই এই বিশ্ব আসরে খেলার কথা জানিয়েছেন সিমন্স।
সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি
৩ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে সিমন্স বলেছেন, ‘যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না। যখনই আপনি কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন, সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিতে চাইবেন।’

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরই মধ্যে এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতিও শুরু হয়েছে। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার ব্যস্ত ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
৪ ঘন্টা আগে
এক মাসের টুর্নামেন্টে টানা ম্যাচ খেলার ধকলের মধ্যে দিয়ে গেছে টাইগার ক্রিকেটাররা। তাই শারীরিক ধকলও সামলাতে হয়েছে ক্রিকেটারদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর কোনো প্রভাব পড়বে না বলেই আশাবাদী সিমন্স।
বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না এটা (বিপিএলের মানসিক ধকল) তাদের কোনো প্রভাব ফেলবে।’