ফর্ম নয়, শান্তর দৃঢ় মানসিকতায় ভরসা সিমন্সের

ছবি: ভারতের বিপক্ষে একটি ম্যাচে নাজমুল হোসেন শান্ত, ফাইল ফটো

ফরচুন বরিশালের হয়ে খেলা পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতেই এক অঙ্কে আউট হয়েছেন শান্ত, এর মধ্যে আছে একটি শূন্য রানও। অবশিষ্ট ইনিংসে ৪১ রান আসে তার ব্যাটে। লম্বা সময় ধরে অফফর্মে থাকা শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই স্বরূপে ফিরবেন বলে বিশ্বাস সিমন্সের।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
বিশেষ করে ফরম্যাটটি ওয়ানডে হওয়ায় এবং মানসিকভাবে শান্ত বেশ দৃঢ় হওয়ায় আশাবাদী সিমন্স। নেতৃত্বগুণের কারণেও শান্তর ওপর বেশ কিছুটা আত্মবিশ্বাস জন্মেছে ক্যারিবিয়ান এই কোচের।
সিমন্স বলেন, 'আমি নাজমুল শান্তকে নিয়ে একটা কথা বলতে চাই, যখন সে বিপিএলে ম্যাচ খেলছিল না। তখন সে প্রায়ই এখানে আসতো এবং নিজের অনুশীলনটা করতো। সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মাঝেই থেকেছে। এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে।'

'আগেই বললাম, এখানো ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি। টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। অধিনায়ক শান্ত অনেকগুলো ম্যাচ খেলেনি। মানসিকভাবে সে শক্ত আছে এবং এটাই আমরা দেখতে চাই। আমি শান্তকে নিয়ে আশাবাদী।'
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
২ ঘন্টা আগে
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস, যদিও সুযোগ না পাওয়ার পর বিপিএলে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে। আসরে ১১ ম্যাচে ৩৬.৮০ গড় এবং ১৪৩.১৯ স্ট্রাইক রেটে ৩৬৮ রান করেছেন এই ওপেনার। লিটন ফিরে আসার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন বলে জানিয়েছেন সিমন্স।
তিনি বলেন, 'মজার ব্যাপার হল, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।'
'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'