promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক

ফিল সিমন্সের সঙ্গে মুশতাক আহমেদ, ফাইল ছবি
সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মুশতাক আহমেদ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। তবে আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন মুশতাক।

promotional_ad

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং হিসেবে আবারও কাজ করবেন মুশতাক। তবে আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মিরাজ-নাসুমদের নিয়ে কাজ করবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।


আরো পড়ুন

ভারতের ওয়ানডে দলে জায়গা পেলেন বরুণ

২১ ঘন্টা আগে
টি-টোয়েন্টি সিরিজে বরুণ চক্রবর্তী, বিসিসিআই

সূত্র জানিয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজ সফরে পুরো সময় মুশতাককে পাওয়া যেত না বলে তার কাজ করা হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও দলের সঙ্গে কাজ করবেন তিনি। আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ করবে, এরপর তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করা হবে কি হবে না এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'



promotional_ad

সবকিছু ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিমানে উঠবে বাংলাদেশ দল। দুবাইতেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা মুশতাকের। তবে প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে বাংলাদেশে আছেন, মাঠে বসেই দেখেছেন বিপিএলের কয়েকটি ম্যাচ। 


গেল বছর এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন সাবেক এই লেগ স্পিন কিংবদন্তি। তার অধীনে নিয়মিত দেশে এবং দেশের বাইরে পারফর্মও করছেন বাংলাদেশের স্পিনাররা।



৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball